Purba Bardhaman: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, খণ্ডঘোষে মৃত ১ মহিলা, গুরুতর জখম ২

Purba Bardhaman: বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ। আসে রায়না থানার পুলিশও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Purba Bardhaman: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, খণ্ডঘোষে মৃত ১ মহিলা, গুরুতর জখম ২
শোরগোল গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 23, 2023 | 11:25 PM

খণ্ডঘোষ: কয়েকমাস আগেই বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৩ শিশুর। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য-রাজনীতি। আবাস যোজনার ঘর পাওয়া নিয়েও শুরু হয়েছিল চাপানউতোর। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পূর্বচক গ্রামে। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম দু’জন ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতার নাম জুলেখা বেগম (৩৩)। জখম অবস্থায় হাসপাতালে রয়েছেন মধুরানী বেগম ও সাবানা বেগম।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ। আসে রায়না থানার পুলিশও। এই এলাকাতেই ছিল পূর্বাচক গ্রামের বাসিন্দা শেখ হাবিবুর ইসলামের দোতলা বাড়ি। সেখানেই ছিলেন ওই তিন মহিলা। সম্প্রতি, বাড়ির মেঝে পাকা করার কাজ চলছিল। সে কারণেই খোঁড়া হয়েছিল মেঝে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির দোতলা থেকে চার মহিলা একসঙ্গে কিছু আসবাব নামাচ্ছিলেন। 

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, যে সময় আসবাব নামানো হচ্ছিল সেই সময়ই দেওয়াল থেকে অল্প অল্প মাটি খসতে শুরু করেছিল। কিছু বুঝে ওঠার আগেই সিঁড়ির জায়গার অংশ পুরোপুরি ভেঙে যায়। ভেঙে পড়ে দেওয়াল। সেখানেই মাটি চাপা পড়ে যান তিন মহিলা। অন্য একজন কোনওরকমে পালিয়ে বাঁচতে সক্ষম হন। তিনিই চিৎকার করে পাড়ার অন্যান্য লোকজনদের ডাকেন। তাঁরাই এসে উদ্ধারকাজে হাত লাগান।