AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna: পাপের টাকায় পাপস্খালন! গীতার উপর চুরি করা ৫০ টাকা রেখে পালাল ‘চোর’

দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা-পয়সা, এমনকী কিছু খাবারদাবারও নিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হল, কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফলের দোকানে রাখা একটি ভগবৎ গীতা খুলে তার ওপর দোকান থেকে নেওয়া একটি ৫০টাকা রেখে দেয় চোরেরা।

Kalna: পাপের টাকায় পাপস্খালন! গীতার উপর চুরি করা ৫০ টাকা রেখে পালাল 'চোর'
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 7:16 PM
Share

কালনা: অদ্ভুত চুরির ঘটনা। সিসিটিভি-তে ধরা পড়ল সেই দৃশ্য। ‘চোর’ চুরি করে মালপত্র নিয়ে গেলেও যাওয়ার আগে গীতার উপর রেখে গেলেন ৫০ টাকা। পূর্ব বর্ধমান কালনা পুরাতন বাস স্ট্যান্ড এলাকার ঘটনা।

বুধবার গভীর রাতে চারটি দোকানে পরপর চুরি হয় সেখানে। শীত পড়তেই চোরের উপদ্রব শুরু, বলছেন ব্যবসায়ীরা। তবে একটি ফলের দোকানে চুরির ঘটনায় বিস্মিত ব্যবসায়ী। মালপত্র খোয়া যাওয়ার পরও চোরের কীর্তিতে হেসেই ফেলছেন তিনি। কেউ কেউ এ চোর নাকি ‘ধার্মিক চোর’!

দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা-পয়সা, এমনকী কিছু খাবারদাবারও নিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হল, কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফলের দোকানে রাখা একটি ভগবৎ গীতা খুলে তার ওপর দোকান থেকে নেওয়া একটি ৫০টাকা রেখে দেয় চোরেরা।

ব্যবসায়ীর কথায়, মনে হয় কিছুটা পাপ খন্ডাতেই এই কান্ড চোরেদের। একইসঙ্গে স্থানীয় এলাকার আর একটি পানের দোকান, আর একটি ফল ও ফুলের দোকানেও চুরি হয়েছে। পাওয়া গিয়েছে ক্যামেরার ফুটেজ। তবে শহরে আরও বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

এসডিপিও রাকেশ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, বুধবার পূর্বস্থলী এবং কালনার বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে। স্থানীয় বাসিন্দাদের মতে, “চুরি তো অনেক দেখেছি, কিন্তু এমন ধার্মিক চোর এই প্রথম দেখলাম!”