বাঁশ দিয়ে পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে, উত্তপ্ত বর্ধমান

May 03, 2021 | 1:43 PM

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অশান্তি পূর্ব বর্ধমানে (Purbo Bardhaman)।  তৃণমূল কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।

বাঁশ দিয়ে পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে, উত্তপ্ত বর্ধমান
নিজস্ব চিত্র

Follow Us

বর্ধমান: নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অশান্তি পূর্ব বর্ধমানে (Purbo Bardhaman)।  তৃণমূল কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম গণেশ মালিক (৬০)। তাঁর বাড়ি রায়নার সমসপুর গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

স্থানীয় জানা গিয়েছে, রবিবার রাতে সমসপুর গ্রামে দু’পক্ষের মধ্যে চরম অশান্তি হয়। সংঘর্ষের মাঝে গণেশ মালিকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের দাবি, গণেশ মালিক তৃণমূল কংগ্রেসের সমর্থক।

আরও পড়ুন: নির্বাচনের ফল ঘোষণার পরই আইএসএফ কর্মীকে বোমা মেরে ‘খুন’

এদিকে, ভোট গণনা শেষ হতেই কেতুগ্রামে বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় বন্দুক-মাস্কেট, সকেট বোমা। কেতুগ্রামের আমগড়িয়া গ্রামের বাসিন্দা মিলন মাঝি ও সুবল মাঝির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাঁরা দুজনেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, হামলা চালাতেই এগুলো মজুত করা হয়েছিল। বিজেপি নেতৃত্বের দাবি, ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে তৃণমূল। আগ্নেয়াস্ত্র বিজেপি কর্মীদের বাড়িতে রেখে ফাঁসানো হয়েছে বলে পাল্টা যুক্তি খাঁড়া করেছেন তাঁরা।

Next Article