কাটোয়া: সরকারি নিয়ম অনুযায়ী স্কুল খোলার কথা ছিল ২ জানুয়ারি। খুলেও গেল স্কুলের দরজা। কিন্তু এ কী! স্কুল তো চেনার উপায় নেই। সামনে মস্ত বড় গেট, বাঁশের প্যান্ডেল। ভিতরে মাঠে বানানো হয়েছে স্টেজ। সমানে বসানো বড় বড় সাউন্ড বক্স। মঞ্চে খোল-কর্তাল নিয়ে বসে আছেন শিল্পীরা। তাতে বাজছে কীর্তন। ছাত্র ছাত্রীরা স্কুলে ঢুকতে পারলেও পড়াশোনার বালাই নেই। কী চলছে তাহলে?
বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপের মাখালতোড় মাধ্যমিক বিদ্যালয়ের ছবি এটা। স্কুলে সামনে যে গেট বানানো হয়েছে, তা থেকেই বোঝা গেল, তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন চলছে। পড়াশোনা নেই, বন্ধ মিড ডে মিলও। একদিন নয়, তিনদিনের অনুষ্ঠান। ২, ৩ ও ৪ জানুয়ারি চলবে এই অনুষ্ঠান। নতুন শিক্ষাবর্ষে তাই বছরের প্রথম দিনই বই দিয়ে ছুটি দিয়ে দেওয়া হল পড়ুয়াদের।
এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। পড়ুয়ারা জানাচ্ছে, স্কুলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৫ জানুয়ারি থেকে খুলবে স্কুল। পরিচালন কমিটির সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায়ের সাফাই, স্কুলে এখন পড়ুয়াদের বই বিলি চলছে। তাই স্কুল কমিটির অনুমতি নিয়ে অনুষ্ঠান চলছে। তাঁর দাবি, পঠন-পাঠনের বাইরে অবসর সময়েই চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, “এমনটা করা যায় না। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে খোঁজ নিচ্ছি।”
বৃহস্পতিবার থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অথচ স্কুল খোলা অবস্থায় স্কুলের বাউন্ডারির ভিতরে তৃণমূলের নেতা নেত্রীদের ছবি দিয়ে বড় গেট বানিয়ে তারস্বরে চলছে দলের প্রতিষ্ঠা দিবস। গোটা স্কুল চত্বর জুড়ে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা। এই ঘটনা দেখে স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। স্কুলের প্রধান শিক্ষক বলেন, অনুষ্ঠানের জন্য আজ মিড ডে মিল হয়নি। স্কুল পরিচালন সমিতির সভাপতি অনুমতি দিয়েছেন। এদিকে, ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। বিজেপির মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘এসব দেখে বলতে ইচ্ছা করছে, তৃণমূলের চৈতন্য হোক।’