TMC Clash: জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দলেরই সদস্যের বিরুদ্ধে

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2023 | 5:53 AM

Bardhaman: মেমারির গয়েশপুর ও মণ্ডল গ্রামের ৬৫ বিঘা জমি নিয়ে ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরেই গয়েশপুরের বাসিন্দারা ওই খাসজমি চাষাবাদ করেন।

TMC Clash: জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দলেরই সদস্যের বিরুদ্ধে
তৃণমূলের গোষ্ঠী কোন্দল (নিজস্ব চিত্র)

Follow Us

মেমারি: ‘নবজোয়ার কর্মসূচি’ শেষের পরই ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পূর্ব বর্ধমানের মেমারির বড়পলাশন ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা। রাজ্যের মন্ত্রী ও এলাকার বিধায়ক সিদিকুল্লা চৌধুরীর গোষ্ঠীর লোকেদের মধ্যেই হাতাহাতির ঘটনা। খাস জমি দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনায় আহত একজন। তাঁর নাম জুলু শেখ। জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে।

কী ঘটেছে?

মেমারির গয়েশপুর ও মণ্ডল গ্রামের ৬৫ বিঘা জমি নিয়ে ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরেই গয়েশপুরের বাসিন্দারা ওই খাসজমি চাষাবাদ করেন। অভিযোগ, কয়েক মাস ধরে এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি ধনঞ্জয় গুপ্তের নেতৃত্বে সেই জমি দখল করার চেষ্টা হচ্ছিল। গ্রামের তৃণমূলেরই কর্মীরা এর বিরুদ্ধে বার বার প্রতিবাদ করেন। এরপর বুধবার সন্ধ্যায় জুলু শেখকে বামুনিয়া গ্রামে একা পেয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।জুলু শেখকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা।

তৃণমূল কর্মী সাহান শেখ বলেন, “পার্টির গোষ্ঠী কোন্দল নিয়ে ঘটনা। সিদ্দিকুল্লা চৌধুরী ও ব্লক সভাপতির গণ্ডগোল। জুলু শেখের উপর অনেকদিন ধরেই রাগ ছিল। সেই কারণে ওকে মারধর করে।” আহতের স্ত্রী বলেন, “সুকান্ত ঘোষের ছেলে তরুণ ঘোষ মেরেছে। জমি দখল করাকে কেন্দ্র করে মারধর করেছে। কালকে ভাত খেয়ে ইঠে ওকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর মারধর করে।”

Next Article