Anubrata Mondal: ‘কর্নার থেকে গোল দেব’, এবার ত্রিপুরার ‘খেলতে’ যাচ্ছেন অনুব্রত!

Anubrata Mondal: এবার খেলার ছক পাল্টে নতুন ছক করেছেন। ত্রিপুরায় (Tripura) 'খেলতে' যাচ্ছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

Anubrata Mondal: 'কর্নার থেকে গোল দেব', এবার ত্রিপুরার 'খেলতে' যাচ্ছেন অনুব্রত!
অনুব্রত মণ্ডল, ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2021 | 6:45 PM

মঙ্গলকোট: এবার খেলার ছক পাল্টে নতুন ছক করেছেন। ত্রিপুরায় (Tripura) ‘খেলতে’ যাচ্ছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার মঙ্গলকোট থেকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার হুঁশিয়ারি, ‘এবার রেফারি করব না, খেলতে ভালবাসি। তাই আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব।”

তবে শুধু খেলবেনই না সে খেলায় গোলও করবেন বলে মন্তব্য করেন অনুব্রত। তাঁর কথায়, “আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব। খেলে কর্নার থেকে গোলও দেব।” রবিবার এভাবেই মঙ্গলকোটের মাটি থেকে ত্রিপুরার বিজেপি নেতাদের (BJP Leader) হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

এদিন মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেস (TMC) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ‘কেষ্ট’। সেখানে অনুব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভোটের আগে বিজেপি নেতৃত্ব যেভাবে মিথ্যা কথা বলেছে, তাতে কোনও মানুষ আর ওই দলে থাকতে চাইছে না। সেজন্য বিজেপি থেকে দলে দলে কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।” তার পরই অনুব্রত জানিয়ে দেন তিনি ত্রিপুরা যাবেন।

পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুনীল মণ্ডলের দলত্যাগ সম্পর্কে অনুব্রতর কটাক্ষ, “ওর তখন মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছে। মানুষ অসুস্থ হলেই তো বাজে কথা বলে। এখন সুস্থ, সে জন্য ভাল কথা বলছে।” প্রসঙ্গত সুনীল মণ্ডল বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপি-তে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার পরে সম্প্রতি তৃণমূল দল ছাড়ার কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে যে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে গিয়েছিলেন, তাঁর বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দিন কয়েক আগে। এই প্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করলেন অনুব্রত।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর দলের প্রায় সমস্ত নেতানেত্রীর মুখে শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। আর অনুব্রত তাকেই নিজের মতো করে জোর দিয়ে একাধিকবার বলে এসেছেন, ‘খেলা তো হবেই।’ যদিও বিরোধীদের এই অভিযোগ, তৃণমূলের এই স্লোগানের আড়ালে আসলে হিংসার উস্কানি রয়েছে। যদিও তৃণমূল শিবির তা মানতে নারাজ। সম্প্রতি বঙ্গে চালু হয়েছে ‘খেলা হবে’ দিবসও।

এদিকে তৃণমূলের পাখির চোখ এবার বিজেপি শাসিত ত্রিপুরা। বারবার তাঁদের ওপর হামলার অভিযোগ করলেও পিছু হঠতে নারাজ তৃণমূল নেতৃত্ব। পালা করে ত্রিপুরায় সভা করতে যাচ্ছেন তৃণমূল নেতারা। অনুব্রতের এদিনের মন্তব্যের পর শুরু হয়েছে নয়া জল্পনা। কারণ, আগামী ১৫ সেপ্টেম্বর ফের তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয় ত্রিপুরায় যাচ্ছেন বলে খবর। সেই সফরের অংশ কি অনুব্রতও হবেন? সেটা যদিও পরিষ্কার করেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

আরও পড়ুন: পুরভোট না হওয়ায় থমকে কাজ, সাফাই অভিযানে কোদাল হাতে তুলে নিলেন স্বয়ং মহকুমা শাসক!