বর্ধমান: শাসকদলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। দলীয় বিধায়ককে না-পসন্দ ব্লক সভাপতির। আর আউসগ্রামের সে কোন্দল চলে এল সামনে।
২০২৬ বিধানসভা নির্বাচনে আউশগ্রামে দলীয় প্রার্থী হিসাবে আর অভেদানন্দ থান্দারকে চাইছেন না পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন। নাম না করে বিধায়কের বিরুদ্ধে কার্যত এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন সভাপতি। রবিবার আউশগ্রাম ২ নম্বর ব্লকের অভিরামপুরে দলীয় কর্মীসমাবেশে কার্যত একথাই বুঝিয়ে দিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন।
সমাবেশে বক্তব্য রাখার সময় আব্দুল লালন বলেন, ” আমরা বিধানসভা ভোটে আরও বেশি ব্যবধানে দলকে জেতাব। তবে দলের কাছে আমরা একটাই দাবি রাখব যাতে বহিরাগতকে প্রার্থী করা না হয়। আমরা দলের প্রতিটি সদস্য,বুথ সভাপতি নেত্রীর কাছে পিটিশন দেব আউশগ্রামের প্রার্থী আমাদের জেলার ভূমিপুত্রকেই যেন আমরা প্রার্থী হিসাবে পাই।”
উল্লেখ্য, স্থানীয় তৃণমূল অন্দরে কান পাতলে শোনা যায়, লোকসভস নির্বাচনের পর থেকেই বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির সম্পর্কে চিড় ধরে। তারপর শুরু হয় বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি দ্বন্দ্ব।
তবে সাম্প্রতিক কালে কয়েকটি কর্মসূচিতে ওই দুজনকে একমঞ্চে দেখা গেলেও আব্দুল লালনের ডাকা দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না বিধায়ককে। রবিবার আউশগ্রামের এড়ালে আব্দুল লালন নাম না করে বুঝিয়ে দেন সামনে বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে তিনি বোলপুরের বাসিন্দা অভেদানন্দ থান্দারকে চাইছেন না। এই বিষয়ে অবশ্য বিধায়ক অভেদানন্দ থাণ্ডার কিছু বলতে অস্বীকার করেন।