Bardhaman: কলেজ ক্যাম্পাসে বাবু হয়ে বসে গাঁজা সেবন করছেন তৃণমূল যুব নেতা, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই বর্ধমানে

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 31, 2023 | 7:15 AM

Burdwan: ঘটনাস্থল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়। সেখানেই মাদক সেবন করছেন কয়েকজন পড়ুয়া।

Bardhaman: কলেজ ক্যাম্পাসে বাবু হয়ে বসে গাঁজা সেবন করছেন তৃণমূল যুব নেতা, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই বর্ধমানে
কলেজ ক্যাম্পাসে গাঁজা সেবন?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: কলেজ ক্যাম্পাসে বসে বানাচ্ছেন গাঁজা। শুধু তাই নয়, তা সেবন করতেও দেখা যাচ্ছে পড়ুয়াকে। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এসএফআই-এর অভিযোগ, খোদ টিএমসিপি-র কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক হৃতেশ শেঠের বিরুদ্ধে। যদিও, ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tv9 বাংলা।

ঘটনাস্থল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়। সেখানেই মাদক সেবন করছেন কয়েকজন পড়ুয়া। এসএফআইয়ের দাবি,ওই ছেলেটিই টিএমসিপি হাটগোবিন্দপুর কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক। তিনি ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

আর এই খবর ভাইরাল হতেই মাঠে নেমে পড়েছে এসএফআই। তাদের অভিযোগ, শাসকদলের ছাত্র সংগঠন কলেজগুলি পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। এসএফআই জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরী বলেন, “বর্ধমান জেলার অভ্যন্তরে যে কলেজগুলি রয়েছে সেই কলেজ গুলিকে TMCP মদ-মাতালের আখড়া করে তুলেছে। অবিলম্বে এদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”

অপরদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই হৃতেশ শেঠের প্রতিক্রিয়া মেলেনি। তবে জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ টেলিফোনে জানান, এবিষয়ে কলেজ বা অন্য কোথাও থেকে অভিযোগ পাননি। সোশাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিরোধীরা চক্রান্ত করছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

 

 

Next Article