পূর্ব বর্ধমান: বর্ধমানে কলেজ ক্যাম্পাসে গাঁজা খাওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল তৃণমূল। টিএমসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে। নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারা পর্যন্ত দলে কোনও জায়গা দেওয়া হবে না বলেই বার্তা দেওয়া হয়েছে ওই নেতাকে। হিতেশ শেঠ নামে ওই কলেজ ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে জানা যায়। কলেজ চত্বরে বসে তাঁর গাঁজা সেবন করার ছবি ভাইরাল হয়। ভিডিয়ো-র সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল।
পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের ওই ছবি সামনে আসে সম্প্রতি। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, যে যুবককে বসে গাঁজা সেবন করতে দেখা গিয়েছে তিনি টিএমসিপি-র হাটগোবিন্দপুর কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক। ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই হিতেশ শেঠ। ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায় রীতিমতো। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।
জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রথমে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, বিরোধীরা চক্রান্ত করেই এসব করছে। কিন্তু পরে তিনিই জানিয়েছেন যে দল সাসপেন্ড করেছে ওই ছাত্রনেতাকে।
স্বরাজ ঘোষ বলেন, “তৃণমূল একটা নীতিতে বিশ্বাস করে। ভিডিয়ো ভাইরাল হওয়ার কথা দলকে জানানো হয়েছিল। এরপর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দলীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিয়ো-র সত্যতা যাচাই করা হয়নি, তবে যেহেতু টিএমসিপি-র দিকে অভিযোগের আঙুল উঠেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল বার্তা দিতে চায় যে অন্যায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে দল।”