Covid-19: বর্ধমান মেডিক্যালে ২ কোভিড রোগীর মৃত্যু, নতুন করে উদ্বেগের আবহ

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন।

Covid-19: বর্ধমান মেডিক্যালে ২ কোভিড রোগীর মৃত্যু, নতুন করে উদ্বেগের আবহ
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 12:11 PM

পূর্ব বর্ধমান: নতুন করে কোভিড সংক্রমণের খবর পাওয়া গিয়েছে আমেরিকায়। ইতিমধ্যেই মার্স-করোনাতেও (MERS-CoV) আক্রান্তের খোঁজ মিলেছে আবু ধাবিতে। এরইমধ্যে এ রাজ্যের পূর্ব বর্ধমানে কোভিডের হানা! রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আরও কয়েকজন করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া দু’জনই অন্যান্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। অর্থাৎ তাঁদের কোমর্বিডিটি ছিল। তবে মৃত্যুর শংসাপত্রে কোভিডের উল্লেখও রয়েছে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে কোভিড পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁরও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

কোভিডের ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। দেখেছে বাংলাও। মহামারি থেকে অতিমারি, লকডাউন, গৃহবন্দি জীবন, নিজের ঘরেই নিভৃতবাসে পর্যন্ত থাকতে হয়েছে। যদিও সেসব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানবজীবন। নতুন করে কোভিডের সংক্রমণের খবর আবারও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে যাঁরা বয়স্ক, কোভিড তাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কার্যত নষ্ট করে ছেড়েছে। যার ফলে সামান্য কিছুতেই কাবু হয়ে যাচ্ছেন তাঁরা। শরীরে বিভিন্ন সময়ে নিউমোনিয়া বা অন্যান্য সংক্রমণ দেখা দিচ্ছে। তার সঙ্গে নতুন করে দোসর হচ্ছে করোনা ভাইরাস।