Vegetables Price: ভরা বর্ষায় কি বাড়বে সবজির দাম? কী ইঙ্গিত করছেন কৃষকরা?

Purba Bardhaman: জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া অঞ্চল এলাকায় অজয়নদে সংলগ্ন মাঠগুলিতে প্রতিবছরই সবজি চাষ করেন অনেক কৃষক। নদীর কাছে উর্বর মাটিতে বিভিন্ন ধরনের ফসল ফলে। আর বেশিরভাগ কৃষক পরিবারের সবজি চাষই জীবন জীবিকা।

Vegetables Price: ভরা বর্ষায় কি বাড়বে সবজির দাম? কী ইঙ্গিত করছেন কৃষকরা?
বাড়বে কি সবজির দাম?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 19, 2025 | 5:26 PM

আউশগ্রাম: লাগাতার বর্ষণ হয়েই চলেছে। বৃষ্টির জেরে নদীগুলিতে জল ক্রমেই বেড়ে চলেছে। আর এর জেরে দফারফা হয়ে গিয়েছে জমিগুলি। অজয়নদ এবং কুনুরনদী সংলগ্ন বিস্তীর্ণ মাঠজুড়ে বিভিন্ন শাকসবজির খেত নষ্ট হয়ে গিয়েছে। এত শাক সবজি নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতি মুখে কৃষকরা। তাঁরাই আশঙ্কা করছেন এর জেরে বাজারে বাড়তে পারে সবজির দামও।

জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া অঞ্চল এলাকায় অজয়নদে সংলগ্ন মাঠগুলিতে প্রতিবছরই সবজি চাষ করেন অনেক কৃষক। নদীর কাছে উর্বর মাটিতে বিভিন্ন ধরনের ফসল ফলে। আর বেশিরভাগ কৃষক পরিবারের সবজি চাষই জীবন জীবিকা। অজয় নদের সঙ্গে মিশেছে একটি কাঁদর। তীব্র বর্ষণে এই কাঁদর প্লাবিত হয়ে আশপাশের মাঠের সবজিখেতের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

টানা কয়েকদিন জলের তলায় জমি ডুবে থাকায় গাছ পচে নষ্ট হয়ে গিয়েছে। গুসকরা শহরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে কুনুর নদী। কুনুর সংলগ্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয়। এখানেও একই অবস্থা। বহু কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন। তারা সঙ্কটের মুখে।কৃষকরা বলছেন, এই চাষ থেকে এবারে আয় খুব কম হবে। ফলে যেটুকু চাষ হয়েছে তা চড়া দামে বাজারে বেচতে হবে। অতিবর্ষেণে অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে কৃষক বুদ্ধদেব সাহানা বলেন, “আমাদের এখানে সব ধরনের ফসলের চাষ হয়। সিম, বরবটি, ফুলকপি, উচ্ছে সব জাতীয় সবজি চাষ হয়। কিন্তু জলে ভিজে সব পচে গেল। নষ্ট হয়ে গেল সবজি। ভেবেছিলাম পুজোর বাজার ধরব কিন্তু কিচ্ছু হল না।”