SIR in Bengal: ‘কমিশনের চক্রান্ত মানছি না’, কেতুগ্রামে ব্য়াপক বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

| Edited By: জয়দীপ দাস

Jan 14, 2026 | 1:40 PM

Protest on SIR: বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ থেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সঙ্গেই একজন বলে উঠলেন, “কমিশনের এই চক্রান্ত আমরা মানছি না। আমরা আরও বড় আন্দোলন করব কমিশনের বিরুদ্ধে।”

কেতুগ্রাম: এসআইআর-এ শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ। রাস্তা অবরোধ করা হল কেতুগ্রামে বাদশাহি সড়কে ফুটিসাকো মোড়ে। বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বড় অংশের বিক্ষোভের জেরে রাস্তাতেই দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ থেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সঙ্গেই একজন বলে উঠলেন, “কমিশনের এই চক্রান্ত আমরা মানছি না। আমরা আরও বড় আন্দোলন করব কমিশনের বিরুদ্ধে।”