বিজেপি কর্মীর ওপর ‘হামলা’, তৃণমূলের নামে কমিশনে নালিশ
রাজ্যে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী (West Bengal Assembly Election 2021)। ঘুরে বেড়াচ্ছেন নির্বাচন কমিশন (Election Commission) নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকরাও।

বর্ধমান: রাজ্যে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী (West Bengal Assembly Election 2021)। ঘুরে বেড়াচ্ছেন নির্বাচন কমিশন (Election Commission) নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকরাও। তা সত্ত্বেও রাজনৈতিক হিংসা থামার কোনও লক্ষণই নেই। এ বার বর্ধমানে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের রামমোদী ক্যানাল বাঁধ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি-র কর্মীরা। সেই সময়েই পাঁচ-ছয় জন হামলা চালায় সুরজিত্ দাস নামে বিজেপির এক কর্মীর ওপর। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা। এই ঘটনায় বর্ধমান সদর বিজেপি যুব মোর্চার নেতা শুভম নিয়োগী বলেন. বিজেপির ভিত শক্ত হচ্ছে বুঝতে পেরে ভয় পেয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলা চালাচ্ছে তৃণমূল।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতা। পূর্ব বর্ধমানের তৃণমূল কগ্রেস নেতা প্রসেনজিৎ দাস বলেন, “বিজেপি আসলে ভোটের মুখে কুৎসা রটানোর চেষ্টা করছে। সর্বত্রই এই চেষ্টা চলছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনওভাবেই যুক্ত নন।”
আরও পড়ুন: Suvendu Adhikari In Nandigram: নন্দীগ্রামে ভোটার হলেন শুভেন্দু
হামলার অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। পুলিশেও দায়ের করা হয়েছে অভিযোগ। তারা কী ব্যবস্থা নেয়, তা দেখেই পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন বিজেপির স্থানীয় নেতারা।
