West Bengal Assembly Election 2021 Phase 5: ভোটের সকালে হাতে এল লিফলেট, কোথায় কত ভোটে এগিয়ে তৃণমূল-বিজেপি!

Apr 17, 2021 | 1:29 PM

West Bengal Assembly Election 2021 Phase 5: শনিবার পঞ্চম দফার ভোটে এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়।

West Bengal Assembly Election 2021 Phase 5: ভোটের সকালে হাতে এল লিফলেট, কোথায় কত ভোটে এগিয়ে তৃণমূল-বিজেপি!
ফাইল ছবি।

Follow Us

পূর্ব বর্ধমান: একদিকে ভোটগ্রহণ চলছে। অন্যদিকে রাস্তায় রাস্তায় হাত বদল হচ্ছে ভোটের সম্ভাব্য ফলাফল। তাও আবার রাজ্য পুলিশের লোগো লাগানো প্যাডে। শনিবার পঞ্চম দফার ভোটে এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় কালনায়। শুরু হয় রাজনৈতিক তরজা।

শনিবার কালনা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অভিযোগ, সকাল থেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় পুলিশের প্যাডে ছাপানো ভোটের সমীক্ষা রিপোর্ট। যেখানে দেখানো হয়েছে কোথায় কোথায় তৃণমূল ও বিজেপি এগিয়ে রয়েছে এবং কত ভোটে এগিয়ে রয়েছে।

এই সমীক্ষা রিপোর্টে দেখানো হয়েছে, কালনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পাঁচ -ছ’ হাজার ভোটে জয়ী হবে। যা ঘিরে কালনায় দেখা দিয়েছে বিতর্ক। বিজেপির তরফ থেকে রিটার্নিং অফিসার সহ ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: করোনা প্রাণ কাড়ল মুরারইয়ের বিদায়ী বিধায়কে

অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানান, পুলিশ এ ধরনের কোনও সমীক্ষা রিপোর্ট ছাপায়নি। তাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবপ্রসাদ বাগ বলেন, “এ ধরনের লিফলেট আমাদের চোখে পড়েনি। বিজেপি আমাদের নামে লিফলেট ছাপিয়ে নোংরা রাজনীতি করছে।”

Next Article