খেলার মাঝে ধূলোর ঝড়, রাস্তায় চাপ চাপ রক্ত! চোখের সামনে ক্ষত বিক্ষত দুই শিশু

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Mar 22, 2021 | 3:11 PM

ভোট বাংলায় (West Bengal Assembly Election 2021) বিপদ যে গ্রামের রাস্তার প্রতি মোড়ে, সোমবার তারই প্রমাণ মিলল বর্ধমানের রসিকপুরে।

খেলার মাঝে ধূলোর ঝড়, রাস্তায় চাপ চাপ রক্ত! চোখের সামনে ক্ষত বিক্ষত দুই শিশু
নিজস্ব চিত্র

Follow Us

বর্ধমান: মা কাজে ব্যস্ত ছিলেন। আর বাচ্চারা খেলছিল বাড়ির সামনেই গ্রামের মেঠো পথে। রোজনামচার বিষয় এটি। কিন্তু ভোট বাংলায় (West Bengal Assembly Election 2021) বিপদ যে গ্রামের রাস্তার প্রতি মোড়ে, সোমবার তারই প্রমাণ মিলল বর্ধমানের রসিকপুরে। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। অপর জনেরও চোট অত্যন্ত গুরুতর। রাজনৈতিক সংঘর্ষে  তপ্ত বাংলা।  যুযুধান প্রতিপক্ষের লড়াই, অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই রক্তাক্ত হল শৈশব।

গ্রামের রাস্তার মাঝে চাপ চাপ টাকটা রক্ত। বছর পাঁচেকের দুই শিশুর তাজা রক্ত পড়ে রসিকপুরের মোড়ে। গ্রামের প্রত্যেকটা মানুষ তখন আবেগপ্রবণ! প্রত্যক্ষদর্শীরা বলছেন, চোখের সামনে ঘটনাটি ঘটে গেল। রাস্তার পাশে দু’টি সুতোলির বল পড়ে ছিল। দুই শিশু বল ভেবেই কুড়িয়ে নিতে গিয়েছিল সেটি। আর তাতেই বিস্ফোরণ।

মুহূর্তের মধ্যে ধূলোর ঝড়ে অন্ধকার এলাকা। ছিটকে পড়ে যায় শিশু দু’টি। বিকট শব্দ শুনতে পেয়ে ততক্ষণে রাস্তার ধারে চলে এসেছেন গ্রামবাসীরা। রক্তাক্ত শিশু দু’টি তখন কাতরাচ্ছে। তাদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় এক শিশুর।

নিজস্ব চিত্র

আরও পড়ুন: বাংলায় সংক্রমণের শীর্ষে কলকাতা! শহরের কোথায় কোথায় সবচেয়ে বেশি বিপদ? দেখে নিয়ে এড়িয়ে চলুন জায়গাগুলি

চিকিৎসকরা জানিয়েছেন, অপর জনের শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ৫ দফায় ১৭ এপ্রিল ভোট রাজ্যে। তার আগে রাজনৈতিক সংঘর্ষে ঘটনা ঘটছে এলাকায়। কিন্তু দুই শিশুর মর্মান্তিক পরিণতি যেন ছাপিয়ে গিয়েছে গোটা গ্রামের রাজনীতির আবহকে।

Next Article