
পূর্বস্থলী: একটি টোটোতে পতাকা বাঁধা রয়েছে লাল পতাকা। রাস্তায় মাইক হাতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগছিলেন সিপিএম নেতা। তখনই ছুটে এলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ওই বাম নেতার হাত থেকে মাইক কেড়ে নিলেন। যদিও, স্বপনবাবুর সাফাই হেয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে। তাই আমি অনুরোধ করেছি বন্ধ করার জন্য। গোটা ঘটনায় তীব্র নিন্দা করেছে সিপিএম।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনে। সেখানে CPIM-এর ডেপুটেশন চলছিল। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখছিলেন সিপিএম কর্মী কৌশিক সরকার। অনুব্রত মণ্ডলের কন্যার অসৎ উপায়ে চাকরি পাওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন কৌশিক। তিনি মাইক হাতে বলছিলেন, “সব থেকে বড় গরুচোর অনুব্রত মণ্ডল। যাঁর মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাননি…যার মেয়েকে…” এই টুকু বলতে না বলতেই দেখা যায় দৌড়ে আসেন স্বপনবাবু দেবনাথ। তারপর হাত থেকে মাইক কেড়ে নেন। বক্তব্য বন্ধ রাখতে বলেন।
এখানেই শেষ নয়, আরও অভিযোগ,CPIM কর্মীদের মোবাইলে তোলা ঘটনার ভিডিয়ো ডিলিট করে দেন। এমনকী, মোবাইল ছুড়ে ফেলে দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। যদিও এই ঘটনার পর CPIM তাদের ডেপুটেশন চালিয়ে যায়।
CPIM দলের বক্তব্য রাখা কর্মী বলেন,” অনুমতি নিয়েছিলাম। তারপরই আমরা ডেপুটেশন দিই। যেই সময় বক্তব্য রাখছি, সেই সময় মন্ত্রী এগিয়ে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেয় বক্তব্য বন্ধ রাখতে বলেন।” এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন,”হেয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে, ওদের ওই মিটিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তাই আমি অনুরোধ করেছি এটা বন্ধ করার জন্য। লোককে উত্তেজিত করো না।”