Panchayat Election 2023: ‘নো রোড, নো ভোট’, নির্বাচন বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের

Kousik Dutta | Edited By: Soumya Saha

Jul 07, 2023 | 10:31 PM

Demand of Roads: বর্ষার মরশুম এসে গিয়েছে। আর এদিকে ওই এক কিলোমিটারের মতো জায়গায় মাটির রাস্তাই রয়ে গিয়েছে। ফলে বৃষ্টির সময়ে সেখানে জল জমে। কাদা হয়। এলাকাবাসী ও অন্যান্য পথচারীদের দুর্দশার সীমা থাকে না এই মাটির রাস্তা পার হতে গিয়ে। কার্যত চলাচলের অযোগ্য হয়ে ওঠে ওই রাস্তা।

Panchayat Election 2023: নো রোড, নো ভোট, নির্বাচন বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের
রাস্তার দাবিতে বিক্ষোভ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কালনা: আগেও রাস্তা আছে। পরেও রাস্তা আছে। কিন্তু মাঝে ফাঁকা। প্রায় এক কিলোমিটারের পথ। আগে পরে কংক্রিটের রাস্তা বাঁধানো হলেও ওই জায়গায় রাস্তার কাজ হয়নি। আর এই নিয়েই বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা না হওয়ায় এবার ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। ঘটনাস্থল কালনা ২ ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েত। রাস্তা তৈরি না হওয়ায় বেজায় বিরক্ত এলাকাবাসীরা। ‘নো রোড, নো ভোট’ পোস্টারও ঝুলিয়েছেন গ্রামবাসীরা। এলাকার সাধারণ মানুষজনের একাংশের ক্ষোভ বর্তমান শাসক শিবিরের বিরুদ্ধেই। গ্রামবাসীদের দাবি, বার বার রাস্তা দাবি উঠলেও, বদলে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

বর্ষার মরশুম এসে গিয়েছে। আর এদিকে ওই এক কিলোমিটারের মতো জায়গায় মাটির রাস্তাই রয়ে গিয়েছে। ফলে বৃষ্টির সময়ে সেখানে জল জমে। কাদা হয়। এলাকাবাসী ও অন্যান্য পথচারীদের দুর্দশার সীমা থাকে না এই মাটির রাস্তা পার হতে গিয়ে। কার্যত চলাচলের অযোগ্য হয়ে ওঠে ওই রাস্তা। গ্রামবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাইয়ের দাবি করে আসছেন তাঁরা। অনেক বছর আগে ইট ও মাটি দিয়ে রাস্তার কাজ হয়েছিল। কিন্তু তা বেশিদিন টেকেনি। তারপর থেকেই রাস্তার স্থায়ী মেরামতির দাবি তুলে আসছেন গ্রামবাসীরা। আগের বার পঞ্চায়েত ভোটের সময়েও এই দাবি উঠেছিল। তখনও নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। ভোট যায়, ভোট আসে, কিন্তু রাস্তার কাজ আর হয় না।

এদিকে রাস্তার এই সমস্য়ার কথা স্বীকার করে নিয়েছেন এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগও। তাঁর বক্তব্য, কেন্দ্র টাকা আটকে রাখার কারণেই কাজ হচ্ছে না। তবে মানুষ যাতে ভোট বয়কট না করেন, সেই আবেদন রেখেছেন তিনি। অন্যদিকে বিজেপির কিষাণ মোর্চার নেতা সুভাষ পাল আবার পাল্টা বলছেন, শাসক দল ‘উন্নয়নের নামে তোলাবাজি’ করেছে। তবে ভোট বয়কট যে কোনও সমাধান নয়, তা মেনে নিচ্ছেন তিনিও। ভোট বয়কট না করে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।

Next Article