AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Galsi: গলসির মাঠে যত দূর চোখ যাচ্ছে, শুধুই ভেড়ার মৃতদেহ, ভয়ঙ্কর সে দৃশ্য দেখতে ভেঙে পড়েছে এলাকা

Burdwan: মেষপালকরা জানান, মাঝেমধ্যেই ভেড়াকে ওষুধ খাওয়াতে হয়। সেরকমই বিহার থেকে আনা ওষুধ চারটি ভেড়ার পালের মধ্যে দু'টি ভেড়ার পালকে খাওয়ানো হয়।

Galsi: গলসির মাঠে যত দূর চোখ যাচ্ছে, শুধুই ভেড়ার মৃতদেহ, ভয়ঙ্কর সে দৃশ্য দেখতে ভেঙে পড়েছে এলাকা
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 5:02 PM
Share

পূর্ব বর্ধমান: মাঠে পড়ে রয়েছে ১০০টির বেশি ভেড়া। নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে চারধারে। শতাধিক ভেড়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসিতে (Galsi)। শুক্রবার সকাল থেকে গ্রামের মানুষ মাঠে ভিড় করেন ঘটনা দেখতে। জানা গিয়েছে, সপ্তাহখানেক ধরে গলসির সাঁকো মিদ্যাপাড়া এলাকায় রানিগঞ্জ থেকে আসা চারটি ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছিল। শুক্রবার ভোরে যখন মেষপালকরা মাঠে যান, তাঁরাই দেখেন মাঠের বিভিন্ন জায়গায় ভেড়া মরে পড়ে রয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি ভেড়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এরপরই মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়ে। ছুটে আসেন এলাকার লোকজন।

মেষপালকরা জানান, মাঝেমধ্যেই ভেড়াকে ওষুধ খাওয়াতে হয়। সেরকমই বিহার থেকে আনা ওষুধ চারটি ভেড়ার পালের মধ্যে দু’টি ভেড়ার পালকে খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর সন্ধ্যা থেকেই ভেড়াগুলি ছোটাছুটি শুরু করে। এরপরই শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। প্রায় ১৫০টির কাছাকাছি ভেড়ার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা শেখ সাহেব বলেন, “আমরা ভোরবেলা এসে দেখি এতগুলো ভেড়া এভাবে মরে পড়ে আছে। এরা বলছে বেশি পরিমাণে ওষুধ খাইয়ে দিয়েছে ভেড়াগুলিকে। তাই এই ঘটনা ঘটেছে।”

এলাকার লোকজন জানান, এর আগে এরকম ঘটনা তাঁরা দেখেননি। মেষপালক সুরিন্দর পাল বলেন, বৃহস্পতিবার বেলা ২টো নাগাদ ওষুধ খাইয়েছিলেন। প্রায়ই এটা খাওয়াতে হয়। এদিন সন্ধ্যার পর থেকে ভেড়াগুলির অবস্থা খারাপ হতে শুরু করে। ভোরবেলা এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান তাঁরা। যদিও এ নিয়ে পুলিশি কোনও অভিযোগের খবর নেই।