মন্তেশ্বর: কর্মসূত্রে বাইরে থাকেন স্বামী। স্বামীর অনুপস্থিতিতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান স্ত্রী। প্রেমিকের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। কিন্তু স্বামী বাইরের কাজ ছেড়ে বাড়িতে আসেন সম্প্রতি। এর পরই বিবাহ বহির্ভূত প্রেম চালিয়ে যেতে সমস্যায় পড়েছিলেন ওই মহিলা। অভিযোগ, মহিলার ছেলে তাঁর প্রেমের কথা জেনে গেলে, নিজেরে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মহিলা। এ বার প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার চেষ্টা করেন। রাতে স্বামী ঘুমিয়ে যাওয়ার পর তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু স্বামীর চিৎকারে ওই মহিলা ও তাঁর প্রেমিকের উদ্দেশ্য সফল হয়নি। বাড়ির অন্যান্য লোক ও প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যান। তার পর তলে বেদম মার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের লোহার গ্রামে।
লোহার গ্রামের বাসিন্দা মণিরুল মণ্ডল। কর্মসূত্রে দীর্ঘ দিন ধরেই বাইরে থাকতেন তিনি। তাঁর স্ত্রী ডলি বিবি। ডলি মণিরুলের অনুপস্থিতিতে সাদ্দাম শেখ নামে মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার রাতে সাদ্দাম এসে লুকিয়েছিলেন মণিরুলের বাড়িতে। খাটের তলায় লুকিয়েছিলেন তিনি। গভীর রাতে মণিরুল ঘুমিয়ে পড়লে সাদ্দাম ডলি মণিরুলের হাত-পা বেঁধে দেয় বলে অভিযোগ। এর পর বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে। তখন মণিরুলের চিৎকার শুনে ছুটে আসেন তাঁর বাড়ির অন্য লোক প্রতিবেশীরা। তখন সাদ্দাম ছুটে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন সেখানে উপস্থিতরা। এর পর সাদ্দাম ও ডলিকে বেধড়ক মারধর করা হয়। বুধবার আহত অবস্থায় ডলি ও সাদ্দামকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানেই ফের একপ্রস্থ হাতাহাতি হয় বলে অভিযোগ। তখন পুলিশ এসে আটক করে ডলি ও সাদ্দামকে।
প্রেমিককে নিয়ে স্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছেন মণিরুল। তবে সেই অভিযোগ অস্বীকার করেন তাঁর স্ত্রী ডলি বিবি।