Burdwan: সেজেগুজে প্রেমিকের সঙ্গে গাড়িতে পালাচ্ছে বউ! ভরসন্ধ্যায় ছুটলেন স্বামী, ধুন্ধুমার কাণ্ড গুসকরায়

Burdwan: মহিলা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ বারবার স্ত্রীকে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি, আগেও তাদের সতর্ক করেছেন স্বামী।

Burdwan: সেজেগুজে প্রেমিকের সঙ্গে গাড়িতে পালাচ্ছে বউ! ভরসন্ধ্যায় ছুটলেন স্বামী, ধুন্ধুমার কাণ্ড গুসকরায়

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 02, 2025 | 8:10 AM

বর্ধমান: পরকীয়া ঘিরে ধুন্ধুমার পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। প্রেমিকের সঙ্গে চারচাকা গাড়িতে চেপে পালানোর পরিকল্পনা ছিল গৃহবধূর! এমনই অভিযোগ তুলে গাড়ি থামাতে ছুটলেন স্বামী। সেই কাণ্ড দেখতে ভিড় জমে গেল রাস্তায়। বেদম মারধরের মুখেও পড়তে হয় প্রেমিককে। যে মহিলার বিরুদ্ধে প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে, তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলে জানা গিয়েছে।

স্বামীর দাবি, তাঁর আগে থেকেই সন্দেহ ছিল। তক্কে তক্কে ছিলেন তিনি। আর শুক্রবার সন্ধ্যায় হাতেনাতে ধরে ফেলেন স্ত্রীকে। শুক্রবার রাত প্রায় পৌনে আটটা নাগাদ গুসকরা শহরের বাগদিপাড়ার কাছে এই ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় পুলিশও। তবে কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের না করায় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে চলে যায়।

জানা গিয়েছে, ওই বধূ গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বছর আটেক আগে বিয়ে হয়েছিল তাঁর। এক ৬ বছরের সন্তানও রয়েছে। বধূর স্বামীর দাবি, মেমারি এলাকার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন তাঁর স্ত্রী। তা নিয়ে আগে সতর্ক করলেও ভ্রূক্ষেপ করেননি। জানা গিয়েছে মেমারির ওই যুবকের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর বধূ কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই চারচাকা গাড়িটি আটকে দেন বধূর স্বামী। তারপর দুজনকেই মারধর শুরু করেন বলে অভিযোগ।

প্রচুর লোকজন জড় হয়ে যায় এলাকায়। তারপর স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। স্বামী স্ত্রী আলোচনায় বসে মিটমাট করার প্রস্তাব দেন কেউ কেউ। তবে বধূর দাবি, তিনি আর স্বামীর সঙ্গে থাকবেন না। আর তাঁর স্থানীয় বাসিন্দারাই প্রেমিককে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন‌।