Kalna: ‘ওর ইয়েতে কোপ মেরেছে…’, ভরা রাস্তায় যুবককে কুপিয়ে খুন করলেন প্রাক্তন প্রেমিকা

Kalna: জানা গিয়েছে, মৃত যুবকের নাম সামিম মণ্ডল (৩৪)। অপরদিকে অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল। তাঁরা দু'জনই বিবাহিতত। অভিযুক্ত মহিলার দাবি,সামিমের সঙ্গে এক সময় তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে চিড় ধরে।

Kalna: ওর ইয়েতে কোপ মেরেছে..., ভরা রাস্তায় যুবককে কুপিয়ে খুন করলেন প্রাক্তন প্রেমিকা
বাঁ দিকে যুবকের স্ত্রী অন্যদিকে পুলিশের গাড়িতে প্রাক্তন প্রেমিকা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2025 | 3:12 PM

কালনা: সাত-সকালে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় থমকে গেলেন পথচারীরা। চিৎকার শুরু করলেন তাঁরা। ভরা রাস্তায় এক মহিলা কাটারি হাতে কোপাচ্ছেন এক যুবককে। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা। কেউ যে আটকাতেও পারছেন না। কারণ, সাহসে কুলাচ্ছে না কারও। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে। তাঁর এসে মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কালনার রানিবন্দর গ্রামে।

কী কারণে এই রক্তারক্তি কাণ্ড?

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সামিম মণ্ডল (৩৪)। অপরদিকে অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল। তাঁরা দু’জনই বিবাহিতত। অভিযুক্ত মহিলার দাবি,সামিমের সঙ্গে এক সময় তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে চিড় ধরে। মহিলার অভিযোগ, কিন্তু সামিম তাঁর পিছু ছাড়ছিলেন না। ক্রমাগত বিরক্ত করছিলেন। এ দিনও বাইক নিয়ে ওই গৃহবধূর বাড়ির সামনে হাজির হন তিনি। অভিযোগ, তারপরই রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কোপাতে শুরু করেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

মৃতের স্ত্রী বলেন, “ও গাড়ি নিয়ে যাচ্ছিল। অ্যাসিড ছুড়েছে। তখন আমার স্বামী পড়ে যান। তারপর কোপ মারে ওর ইয়ে তে। একের পর এক কোপ মারে ওর ঘাড়ে। কিন্তু কেন মেরেছে আমি জানি না।” মৃতের দিদি বলেন, “আমার ভাই তো ওকে দিদি বলে ডাকত। গতকালও আমার বাড়িতে গিয়েছিল। ও মেরেছে আমার ভাইকে।”