ফাঁকা শুনশান রাস্তা, বিকেলেই স্কুটির পাশে যুবক-যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল…বলার শব্দই পাচ্ছেন না এলাকাবাসী

Accident: স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভাটাকুলের বাসিন্দা দেবজিৎ ভট্টাচার্য আলিনগরের একটি বেসরকারি কলেজে বি.এড প্রশিক্ষণ নিচ্ছিলেন । মঙ্গলবার বিকালে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ট্রেনিং সেরে স্কুটিতে করে ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর এক মহিলা সহপাঠী।

ফাঁকা শুনশান রাস্তা, বিকেলেই স্কুটির পাশে যুবক-যুবতীকে যে অবস্থায় পাওয়া গেল...বলার শব্দই পাচ্ছেন না এলাকাবাসী
ঘটনাস্থলে ভিড় জনতার।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 04, 2025 | 9:54 PM

ভাতার (পূর্ব বর্ধমান): স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। বি.এডের প্রশিক্ষণ নিতে এসেছিলেন বেসরকারি কলেজে। ফেরার পথেই মর্মান্তিক পরিণতি। টোটোর সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত আরও চারজন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার কামারপাড়া রোডের ভাতারের নারায়ণপুর ও কুমারুনের মধ্যবর্তী এলাকায়।

মৃত যুবকের নাম দেবজিৎ ভট্টাচার্য। বয়স ২৩ বছর। তাঁর বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভাটাকুলের বাসিন্দা দেবজিৎ ভট্টাচার্য আলিনগরের একটি বেসরকারি কলেজে বি.এড প্রশিক্ষণ নিচ্ছিলেন । মঙ্গলবার বিকালে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ট্রেনিং সেরে স্কুটিতে করে ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর এক মহিলা সহপাঠী।

নারায়ণপুর পেরিয়ে কিছুটা দূরত্বে এসে তাদের স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দেবজিৎকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, টোটোয় থাকা তিন যাত্রী ও স্কুটিতে থাকা যুবতী জখম হয়েছেন। আহত একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ।