
মথুরা: সদ্য পেশ হয়েছে রাজ্য সাধারণ বাজেট। লোকসভা ভোটের আগে তাতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করে দিয়েছে মমতার সরকার। মহিলাদের মানোন্নয়নের জন্য এবার ৫০০ টাকার বদলে মিলবে ১ হাজার টাকা। তাতেই খুশির ঢেউ জেলায় জেলায়। অকাল দোল উৎসবে মাতলেন মহিলারা। এদিন সেই ছবিই দেখা গেল পূর্ব মেদিনীপুরের মথুরা অঞ্চলের পটাশপুরে।
সবুজ আবির নিয়ে কার্যত অকাল দোলে মাতলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রী মিতালি জানা কুইলা সহ এলাকার নেতৃত্ব ও কর্মীরা। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে রাজ্যে বসেছিল দুয়ারে সরকারের শিবির। পরিসংখ্য়ান বলছে, তার আগে উপভোক্তার সংখ্যা ছিল এক কোটি ৯৮ লক্ষ ২৭ হাজার ২১ জন। শেষবারের শিবিরের যুক্ত হন আরও ৯ লক্ষ মহিলা। সব মিলিয়ে এখন উপভোক্তার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ কোটিরও বেশি।
সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এবার পাবেন প্রতিমাসে হাজার। সেখানে তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য আরও বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ৯ লক্ষ নতুন উপভোক্তা যুক্ত হওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ হত ১০৯০ কোটি। ৯ লক্ষ মানুষ জোড়ার পর আরও ৪৫ কোটি টাকা বেড়েছে। তবে এটা জন প্রতি ৫০০ টাকার হিসাবে। কিন্তু, সেই ৫০০ টাকা এখন বেড়ে দ্বিগুণ হয়ে গিয়ছে। তাই রাজ্যের কোষাগারে যে চাপও বাড়বে তা বলাই বাহুল্য।