মন্দারমণি: হাত বাড়ালেই সমুদ্র, বিলাসবহুল হোটেলের ঘরে বসেই শোনা যাচ্ছে গর্জন! মদের গ্লাস হাতে রাতভর পার্টি! মন্দারমণির এই ছবিটা বড্ড চেনা অনেকেরই। উইকএন্ড ডেস্টিনেশন হিসাবে দিঘা-উদয়পুর-শঙ্করপুরের পাশাপাশি গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে মন্দারমণিও। কিন্তু, এখানেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। অভিযোগটা আসছিল দীর্ঘদিন থেকেই। দিন হোক বা গভীর রাত, আনাগোনা বাড়ছে অচেনা সব মহিলাদের। জাঁকিয়ে বসছে মধুচক্রের কারবার। পুরোটাই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। অভিযোগ, পুরো কারবারেই সরাসরি যোগ রয়েছে হোটেলগুলিরও। হোটেলে আগত ‘গেস্টদের’ চাহিদা মতো তরুণীদের আনছেন হোটেলের কর্মীরাই। পাচ্ছেন কমিশন। এরইমধ্যে এবার সেই মন্দিরমণিতেই একাধিক হোটেলে রাতভর চলল পুলিশি অভিযান।
রাতে বসেছে মধুচক্রের আসর। গোপন সূত্রে সেই খবর গিয়ে পৌঁছায় মন্দারমণি থানার পুলিশের কাছে। তারপরই তৈরি অ্যাকশন প্ল্যান। রাতেই অভিযান চলে দু’টি হোটেলে। তাতেই এল সাফল্য। আটক করা হল ৬ তরুণীকে। সূত্রের খবর, সকলেই মধুচক্রের কারবারের সঙ্গে যুক্ত।
তবে শুধু তরুণী নয়, ১২ জন যুবককেও গ্রেফতার করেছে মন্দারমণি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুটি হোটেলেই রাতে বসেছিল মধুচক্রের আসর। পুলিশ হানা দিতেই একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় সকলে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা মন্দারমণিজুড়েই। প্রশ্নের মুখে হোটেল-রিসর্টগুলির সামগ্রিক ব্যবস্থা। এমন অভিযান আগামীদিনে বারবার চালানো হবে বলে জানিয়েছেন ডিএসপি ডি এন্ড টি আবুনুর হোসেন। এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদের।