Haldia: হলদিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় ভাটি ফেটে আহত ২, আশঙ্কাজনক ১

Haldia: অনেক কারখানায় আবার পুরানো প্রযুক্তিতে এখনও কাজ করে। যেখানে শ্রমিক সুরক্ষার দিকে কারও নজর থাকে না বলে অভিযোগ। তার জেরে প্রায়শই ঘটছে অভিযোগ।

Haldia: হলদিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় ভাটি ফেটে আহত ২, আশঙ্কাজনক ১
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 8:47 PM

হলদিয়া: শিল্পতালুক হলদিয়ায় অ্যালুমিনিয়াম কারখানার (Haldia aluminum factory) ভাটি ফেটে আহত ২ শ্রমিক। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। দুজনকেই ইতিমধ্যে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রোহন সিং (২২) ও মোহাম্মদ হোসেন (৩৬) নামে আহত দুই শ্রমিকের বাড় বিহারে। এদিকে দুর্ঘটনার পরই প্রশ্ন উঠছে কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কর্মরত শ্রমিকদের একাংশের দাবি, হলদিয়ায় যে সমস্ত কারখানায় বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের কাজ করতে হয় সেই জায়গাগুলির উপর সরকারের পর্যবেক্ষণ জরুরি। অনেক সময় বিপদ জেনেও সামান্য সুরক্ষা ব্যবস্থার মধ্যেই কাজ করতে হয় শ্রমিকদের। এ নিয়ে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। 

অনেক কারখানায় আবার পুরানো প্রযুক্তিতে এখনও কাজ করে। যেখানে শ্রমিক সুরক্ষার দিকে কারও নজর থাকে না বলে অভিযোগ। সে কারণেই আগামী দিনে হলদিয়ার সমস্ত বিপজ্জনক কারখানাগুলিতে সরকারের নজরদারির দাবি জানিয়েছেন শ্রমিকদের একাংশ। প্রসঙ্গত, এর আগে হলদিয়া রিফাইনারিতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। যেখানে বেশ কয়েকজন শ্রমিকের প্রাণও গিয়েছিল। যার জেরে সেই সময়ও শ্রমিক সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

ঘটনা প্রসঙ্গে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শিবনাথ সরকার জানান, “ম্যানেক্সিয়া অ্যালুমিনিয়াম কারখানার একটি স্টিল ভাটি ব্লাস্ট করে। এই ঘটনায় দুই শ্রমিক গুরুতর জখম হন। তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর উদ্যোগ নিয়েছি। শিবনাথ আরও বলেন, “আমরা আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে দুই শ্রমিক বাড়ি ফিরবে। খবর পেয়ে কারখানার ম্যানেজমেন্টের লোকেরাও হাসপাতালে এসেছেন। তাঁদের অনুরোধ করেছি আহত শ্রমিকদের সব রকম সহযোগিতা করার জন্য।”