Train Accident: কালীপুজোর আগের রাতে দিঘা-পাঁশকুড়া লাইনে মর্মান্তিক ঘটনা, ফল বিক্রি করে আর বাড়ি ফেরা হল না রিঙ্কুদের

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 30, 2024 | 11:57 PM

Train Accident: পাঁশকুড়া হলদিয়া লাইনে বাড়ি ফেরার পথে রঘুনাথবাড়ি রেল স্টেশনে নেমে রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল।

Train Accident: কালীপুজোর আগের রাতে দিঘা-পাঁশকুড়া লাইনে মর্মান্তিক ঘটনা, ফল বিক্রি করে আর বাড়ি ফেরা হল না রিঙ্কুদের
Image Credit source: TV9 Bangla

Follow Us

তমলুক: ফল বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওরা। বৃহস্পতিবার কালীপুজো, তাই বিক্রিও একটু বেশি। রাত তখন সাড়ে ৯টা। ক্লান্ত দেহে রেল লাইনের পাশ দিয়ে ফেরার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল তিনজনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার ঘটনা। বুধবার রাতে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনজন।

পাঁশকুড়া হলদিয়া লাইনে বাড়ি ফেরার পথে রঘুনাথবাড়ি রেল স্টেশনে নেমে রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ রঘুনাথবাড়ি স্টেশনের অদূরে পাঁশকুড়া দিঘা লাইনে রেললাইন পেরনোর সময় হলদিয়া লোকালে কাটা পড়ে মৃত্যু হয় এই তিন জনের।

দু’জনের পরিচয় পাওয়া গিয়েছে বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একজন বছর ৫৭-র জয়দেব সাঁতরা। তাঁর বাড়ি রঘুনাথবাড়ি গ্রামে। অন্য জনের নাম রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯। আর একজনের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।

এলাকাবাসীরা জানাচ্ছেন, রেললাইনে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল। তবে অসাবধানতার কারণে লোকাল ট্রেনের আওয়াজ শোনা যায়নি, তাই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

Next Article