
কাঁথি: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়েই উদ্ধার হল কেজি কেজি গাঁজা (Marijuana)। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা। বড়সড় সাফল্য পেল কাঁথি পুলিশ। ওই পরিমাণ গাজার মূল্য প্রায় ১০ লক্ষের বেশি বলে জানা গিয়েছে। গাঁজা পাচারকারীকে ধরতে তৎপর ছিল কাঁথি থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি শহরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। তারপর বাড়ি থেকে ৩২ কেজি গাজা বাজেয়াপ্ত করে তারা।
গাঁজা পাচারকারী ও বাড়ি মালিককে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। কাঁথি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কাঁথি থানার কুমারপুর বাসিন্দা মিলন রাউৎ ও নদিয়া জেলার শিখরপুর গ্রামের তাপস সরকার।
মঙ্গলবার ধৃতদের তমলুক জেলা আদালতে পেশ করা হয়। একটি সাথে একটি অটোকেও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অনুমান ওই অটোটিতে করে বিভিন্ন জায়গায় গাঁজা পাচার করা হত। এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িত কি না, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
গত জানুয়ারি মাসে প্রায় ৬১৫ কেজির গাঁজা উদ্ধার হয়েছে বীরভূমে। জানা গিয়েছে, বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার হয়। একটি গাড়িতে করে সব গাঁজা মালদহ থেকে বীরভূম হয়ে দুর্গাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ময়ূরেশ্বর থেকে আহমেদপুর যাওয়ার রাস্তার চারতলা মোড়ে পুলিশ এই গাঁজা ভর্তি গাড়িটিকে আটকায় পুলিশ। সেখান থেকেই বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার হয়। গাঁজা পাচারের এই ঘটনায় মোট চারজনকে আটক করা হয়, যাঁদের মধ্যে দু’জন পঞ্জাবের বাসিন্দা এবং বাকি দুজন বীরভূমের। পুলিশের অনুমান এই বিপুল পরিমাণ গাঁজা দুর্গাপুর হয়ে ঝাড়খন্ড বিহার সহ বিভিন্ন জায়গায় পাচার করার পরিকল্পনা ছিল।