Marijuana Recover: মেচেদা থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৫

Marijuana Recover: পুলিশ সূত্রে খবর, তমলুকের এসডিপিও সাকিব আহমেদের কাছে একটি খবর আসে যে কোন এক পাচারকারী দল ওড়িশা থেকে বহু গাঁজা পাচার করবে।

Marijuana Recover: মেচেদা থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৫
গাঁজা উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2023 | 5:35 PM

মেচেদা: প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার। যার জেরে পুলিশের জালে পাঁচ জন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গাঁজা সহ হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী হাজরা ফাইভ পয়েন্ট।

পুলিশ সূত্রে খবর, তমলুকের এসডিপিও সাকিব আহমেদের কাছে একটি খবর আসে যে কোন এক পাচারকারী দল ওড়িশা থেকে বহু গাঁজা পাচার করবে। তারা মেচেদার জাতীয় সড়ক হয়ে তমলুকের দিকে যাবে। এই খবর পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগের থেকে পাওয়া মাত্রই SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ফিল্মি কায়দায় তাদের পাকড়াও করে।

উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা। পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। এই পাচারকারীর মধ্যে দুইজন ছিল মহিলা এবং তিনজন পুরুষ। তবে ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ওড়িশা থেকে গাঁজা নিয়ে তমলুকের দিকে যাচ্ছিলেন। আর সেই সময় তাদেরকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। এ দিকে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।