Digha: ‘পুরীর মন্দির বাইরে থেকে দেখেছি, ভিতরে ঢুকতে পারিনি, দিঘায় ভিতর থেকে দেখলাম’, বিদেশি ভক্তদের ভিড় দিঘায়

Digha: এ দিন, সহ-সভাপতি রাধারমণ দাস আগত এই বিদেশি দর্শনার্থীদের সঙ্গে ছিলেন। তিনি বলেন, "এই মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয়। এটি প্রভু জগন্নাথের করুণা ও তাঁর সর্বজনীন আহ্বানের এক প্রতীক। এখন বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশের কোটি কোটি ইসকন ভক্তদের জন্য এমন একটি স্থান রয়েছে যেখানে তারা এসে জগন্নাথের সান্নিধ্য অনুভব করতে পারবে।"

Digha: পুরীর মন্দির বাইরে থেকে দেখেছি, ভিতরে ঢুকতে পারিনি, দিঘায় ভিতর থেকে দেখলাম, বিদেশি ভক্তদের ভিড় দিঘায়
দিঘার মন্দিরে অগণিত ভক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2025 | 1:31 PM

দিঘা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে গিয়েছেন। তার মন্দির উদ্বোধনের পরই লাগাতার ভক্তের সমাগম হচ্ছে সেখানে। রবিবার রাশিয়া, ইউক্রেন,বেলারুশ,লাটভিয়া,লিথুয়ানিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে আগত চব্বিশজন আন্তর্জাতিক ভক্তের একটি দল দিঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির পরিদর্শন করেন। অনেকের জন্যই এটি ছিল এক গভীর আবেগের মুহূর্ত। আর ভক্তের এই ঢল দেখে আবেগঘন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, “দিঘার জগন্নাথ ধাম মন্দির দর্শনে এসে আবেগাপ্লুত বিদেশি ভক্তরা। ১৫০টি দেশের কাছে আমাদের জগন্নাথ ধাম অবারিত দ্বার।”

এ দিন, সহ-সভাপতি রাধারমণ দাস আগত এই বিদেশি দর্শনার্থীদের সঙ্গে ছিলেন। তিনি বলেন, “এই মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয়। এটি প্রভু জগন্নাথের করুণা ও তাঁর সর্বজনীন আহ্বানের এক প্রতীক। এখন বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশের কোটি কোটি ইসকন ভক্তদের জন্য এমন একটি স্থান রয়েছে যেখানে তারা এসে জগন্নাথের সান্নিধ্য অনুভব করতে পারবে। আমরা মুখ্যমন্ত্রীকে তাঁর উদার মনোভাব এবং সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে ফোন পাচ্ছি। যাঁরা দিঘায় এসে জগন্নাথের দর্শন করতে চান।”

অপরদিকে, ইউক্রেন থেকে আগত পর্যটক মি.ভাদিম ক্রিস্তভ আবেগভরে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে পরিত্র মুহূর্ত। আমি কখনও ভাবিনি এমন একটি মন্দিরে এসে জগন্নাথদেবের দর্শন পাব। যা একেবারে পুরী মন্দিরের মতো অনুভব হচ্ছে। আমি পুরীর মন্দির বাইরে থেকে দেখেছি। ভিতরে ঢুকতে পারিনি। তবে দিঘায় ভিতর থেকে দেখতে পেলাম।”