IT: কেন্দ্রীয় সংস্থার নজরে এবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Dec 31, 2023 | 11:18 AM

IT: সূত্রের খবর, বিধায়ক উত্তম বারিকের আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে কিছু গরমিল পেয়েছে আয়কর দফতর। তাই তলব করা হয়েছে তাঁকে। তিনি নিজে হাজির থাকতে পারেন। আবার আইনজীবীও সমস্ত নথি নিয়ে যেতে পারেন। সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর।

IT: কেন্দ্রীয় সংস্থার নজরে এবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি
বিধায়ক উত্তম বারিক।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: এবার আয়কর দফতরের নজরে শাসকদলের আরও এক বিধায়ক। এবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে আয়করের নোটিস। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আয়কর ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও উত্তম বারিক জানান, এখনও কোনও নোটিস তাঁর হাতে আসেনি।

সূত্রের খবর, বিধায়ক উত্তম বারিকের আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে কিছু গরমিল পেয়েছে আয়কর দফতর। তাই তলব করা হয়েছে তাঁকে। তিনি নিজে হাজির থাকতে পারেন। আবার আইনজীবীও সমস্ত নথি নিয়ে যেতে পারেন। সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর। বিধায়ক কী ব্যবসা করেন, তাও জানতে চাওয়া হয়েছে। যদিও বিধায়কের দাবি নোটিস পেলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা চলেছে। শাসকদলের একাধিক নেতার বাড়িতে গত কয়েকদিনে হানা দিয়েছেন আধিকারিকরা। আয়কর সংক্রান্ত বিভিন্ন ত্রুটির অভিযোগেই একের পর এক তল্লাশি চলেছে। এবার শাসকদলের আরও এক নেতাকে আয়কর বিভাগের তলব।

Next Article