
দিঘা: মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৩০ এপ্রিল হবে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা। ওইদিনই হবে উদ্বোধনও। তার আগেই ঘটে গেল অঘটন। আজ, শুক্রবার জগন্নাথ মন্দিরের নির্মাণকাজ করার সময় উঁচু স্ল্যাব থেকে পড়ে যান নির্মাণ শ্রমিক। গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিক্যাল কলেজে।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘায় ওই মন্দির তৈরি হচ্ছে। উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই উঁচু গেটে রঙ কাজ করার সময় আচমকা ঘটে দুর্ঘটনা। হাত ফস্কে পড়ে যান ওই শ্রমিক। প্রায় ১৫ ফুট উঁচু থেকে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। কিন্তু সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁকে রেফার করা হয় তমলুক মেডিক্যাল কলেজে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে গ্রিন করিডর করে কনভয় করে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিক্যাল কলেজে। সেখানেই ভর্তি করা হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। আহত শ্রমিকের নাম আবিদ হোসেন নস্কর, তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা।
এদিকে, দিঘা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নেতা-মন্ত্রীরা যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। সিসিটিভি-তে মুড়ে ফেলা হয়েছে এলাকা। পাঠানো হচ্ছে বিশেষ ফোর্স। উদ্বোধনের আগের দিন হবে যজ্ঞ।