বিধায়ক হয়ে মানুষের দুয়ারে সোহম, করোনা আবহে এলাকাবাসীকে সাহায্য
দীর্ঘদিন রাজনীতি করলেও এবারেই প্রথম বিধায়ক হয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আর এই করোনা পরিস্থিতিতে নিজের বিধানসভা এলাকায় চণ্ডীপুরে (Chandipur) সকাল থেকে বিকেল বাড়ি বাড়ি ঘুরে বেড়ালেন অভিনেতা-বিধায়ক।
পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিন রাজনীতি করলেও এবারেই প্রথম বিধায়ক হয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আর এই করোনা পরিস্থিতিতে নিজের বিধানসভা এলাকায় চণ্ডীপুরে (Chandipur) সকাল থেকে বিকেল বাড়ি বাড়ি ঘুরে বেড়ালেন অভিনেতা-বিধায়ক।
সাধারণ মানুষকে করোনা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন তিনি। করোনা আবহে মানুষের পাশে দাঁড়িয়ে সোহম জানান, তাঁর বিধানসভা এলাকার দুটি ব্লক ভগবানপুর ও চণ্ডীপুরে দুটি সেফ হোম গড়া হচ্ছে। তবে অতিমারি পরিস্থিতিতে ভয় নয় সতর্ক থাকার পরামর্শ দিলেন সোহম।
সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতর ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ আমাদের চন্ডীপুর ও ভগবানপুরের ১৬টি গ্রাম পঞ্চায়েতে মাস্ক ও স্যানিটাইজার প্রদানের কর্মসূচি চলছে। তারই বিশেষ কিছু মূহুর্ত।#Maskon #StaySafe #Chandipur pic.twitter.com/Hy2e5isxkN
— Soham Chakraborty (@myslf_soham) May 14, 2021
পাশাপাশি এলাকার জলের সমস্যার কথা শোনেন। বেশ কিছু উন্নয়নমূলক কাজের সূচনা করেন।
এছাড়াও ভগবানপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন ও পরিকাঠামো উন্নয়নের কাজের পরিকল্পনা করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সহ কোভিডে আক্রান্ত চিকিৎসা নিতে আসা কোনো মানুষই যাতে ফেরৎ না যান তা নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। pic.twitter.com/XjiG6BAgpB
— Soham Chakraborty (@myslf_soham) May 13, 2021
একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখান থেকেই জয় পেয়ে তিনি এখন বিধায়ক। শপথ পর্ব মিটিয়েই করোনা মোকাবিলার নেমে পড়েছিলেন তারকা। তাঁর উৎসাহ এবং অনুপ্রেরণাতেই রাস্তায় নেমে পড়েছে ‘টিম সোহম’ এর সদস্যরাও। কারও বাড়িতে কোভিড হয়েছে জানতে পারলে সেখানে গিয়ে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে এই টিম থেকে। আবার কারও বৃদ্ধ মা-বাবার কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। করে দিচ্ছেন ওষুধের ব্যবস্থা।
আরও পড়ুন: চণ্ডীপুরে আমি ঘরের ছেলে, তারকা নই : সোহম চক্রবর্তী
এদিন প্রিয় অভিনেতা-বিধায়ককে এভাবে পাশে পেয়ে খুশি চণ্ডীপুরের বাসিন্দারা।