দিঘা: জোরকদমে চলছে কাজ। পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ-সহ দ্বারোদ্ঘাটনে লক্ষ মানুষের সমাগমের কথা ভেবে দু’মাস আগে থেকেই নিরাপত্তা সংক্রান্ত একটা জরুরি বৈঠক সেরে ফেলল রাজ্য ও জেলা শীর্ষ প্রশাসনের কর্তারা। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, জেলার পুলিশ সুপার-সহ জেলাশাসক। মন্দির প্রাঙ্গনেই নিজেদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। তার আগে গোটা এলাকা সকলে ঘুরেও দেখেন।
ছিলেন আইজি (পশ্চিম মেদিনীপুর রেঞ্জ) অনুপ জয়েসওয়াল, ডিআইজি আভারু রবীন্দ্রনাথ, ও ডিআইজি (সিকিউরিটি) সুমিত কুমার। ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ডিএসপি-সহ দিঘা থানা, মোহনা থানার ওসিরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়েই জোর দেওয়া হয়। ঠিক হয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই পুলিশের পক্ষে তৈরি হবে ওয়াচ টাওয়ার। মেন রোড ছাড়াও এদিন সমুদ্র সৈকতের সংযোগকারী রাস্তা মেরামতি-সহ নানা দিক খতিয়ে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় আসার আগে বেশ কিছু ছোট ছোট পার্কের হাত ধরে উন্নয়নে জোর দেওয়া হবে বলেও জানা গিয়েছে। মার্চের শেষাশেষি করেই সব কাজ করে ফেলার টার্গেটও নেওয়া হচ্ছে বলে খবর। সব মিলিয়ে ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই সামগ্রিকভাবে প্রশাসনিক তৎপরতা যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।