Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নন্দীগ্রামের গণনায় কারচুপি! রাতভর বিক্ষোভের পর সকালেও থমথমে হলদিয়া

সোমবারও রাজ্যের একাধিক জায়গায় নন্দীগ্রামের (Nandigram) গণনা নিয়ে বিক্ষোভ দেখানো হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে।

নন্দীগ্রামের গণনায় কারচুপি! রাতভর বিক্ষোভের পর সকালেও থমথমে হলদিয়া
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 03, 2021 | 7:37 AM

নন্দীগ্রাম: ফল প্রকাশের পর গণনায় জটিলতার অভিযোগ তুলে রাতভর হলদিয়ার (Haldia) মঞ্জুশ্রী মোড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। বেশ কয়েকটি গাড়ির ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আজ সোমবারও হলদিয়া-সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হবে বলে দাবি করা হয়েছে তৃণমূলের (TMC) পক্ষ থেকে।

সূত্রের খবর, রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। কিন্তু রাত পোহালেও এখনও থমথমে হলদিয়া। ঝামেলা এড়াতে হলদিয়া মঞ্জুশ্রীর একাধিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে নন্দীগ্রামের পরিস্থিতিও রাত থেকেই যথেষ্ট উত্তপ্ত। সেখানেও বিশেষ পুলিশ  বাহিনী মোতায়েন করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

গত কাল নন্দীগ্রামের গণনা নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে মমতার জয়ের খবর সামনে এলেও পরে বেশ কিছু আসনে পিছিয়ে যান তিনি, আর তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব তথা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়া। হলদিয়ার গণনাকেন্দ্রে শুভেন্দু অধিকারী এসে পৌঁছতেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকা ছাড়েন শুভেন্দু।

আরও পড়ুন: নন্দীগ্রামে পুনর্গণনা করা যাবে না, তৃণমূলের আবেদন ফিরিয়ে দিল কমিশন

নন্দীগ্রামের ভোটগণনায় সকাল থেকে পিছিয়ে ছিলেন মমতা। পরে বিকেলে কিছুটা এগিয়ে যান মমতা। এরপর নন্দীগ্রামের বিজয় উল্লাস শুরু হয় যায়। সবুজ আবীর খেলা শুরু করেন অনেকেই। শেষ পর্যন্ত প্রায় ১৭০০ ভোটে শুভেন্দুর জয়ী হওয়ার খবর আসে। তারপরই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। হলদিয়ার ভোট কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আর ২৪ ঘণ্টা কেটে গেলেও সেই বিক্ষোভ অব্যাহত।