Dilip Ghosh: পুজো উদ্বোধনের কথা দিলীপ ঘোষের, মাঝরাতে কারা যেন আগুন লাগিয়ে দিল প্যান্ডেলে

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Nov 10, 2023 | 6:22 PM

Purba Medinipur: বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাত ২টো থেকে আড়াইটের মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপর ক্লাবকর্তারা এসে দেখেন, আগুন জ্বলছে। সামনে রাখা জলের বালতি, ড্রাম দিয়ে আগুন নেভানোর কাজ করে। তৃণমূলের দাবি, এলাকায় বিজেপি গোষ্ঠীকোন্দলে জর্জরিত। তারই প্রতিফলন এই ঘটনা।

Dilip Ghosh: পুজো উদ্বোধনের কথা দিলীপ ঘোষের, মাঝরাতে কারা যেন আগুন লাগিয়ে দিল প্যান্ডেলে
এই প্যান্ডেলেই আগুন লাগানো হয়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: দিলীপ ঘোষ কালীপুজোর উদ্বোধন করবেন। তার আগে সেই প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এ কাজ দুষ্কৃতীদের বলে অভিযোগ। শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজো। সেখানকার মণ্ডপেই বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাত ২টো থেকে আড়াইটের মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এরপর ক্লাবকর্তারা এসে দেখেন, আগুন জ্বলছে। সামনে রাখা জলের বালতি, ড্রাম দিয়ে আগুন নেভানোর কাজ করে। তৃণমূলের দাবি, এলাকায় বিজেপি গোষ্ঠীকোন্দলে জর্জরিত। তারই প্রতিফলন এই ঘটনা।

পুজোকর্তারা জানান, মণ্ডপসজ্জা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আলো, মাইক লাগানোও হয়ে গিয়েছে। রবিবার পুজো। শনিবারই দিলীপ ঘোষের তা উদ্বোধন করার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে। ক্লাব সম্পাদক মৈনাক জানা বলেন, “এটা আমাদের বহুদিনের পুজো। শহিদ মাতঙ্গিনী ব্লকে কৃষ্ণগঞ্জ হাইস্কুলের পাশে বহুদিন ধরেই পুজো হয়। শনিবার দিলীপ ঘোষের আসার কথা আমাদের পুজো উদ্বোধনের জন্য। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা জঘন্য কাজ করেছে। পুলিশের কাছে একটাই আবেদন, সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দিক। রাজনৈতিক প্রতিহিংসা কি না বুঝে নিতে হবে। কারণ দিলীপবাবু আসবেন, রাজনৈতিক কোনও ব্যক্তিত্ব স্বার্থ চরিতার্থ করতে করে থাকতে পারে। তবে আমাদের এভাবে দমানো যাবে না।”

জেলা তৃণমূলের সহ-সভাপতি শরৎচন্দ্র মেটা বলেন, “ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। আদি-নব্যর ঝামেলা লেগেই আছে ওদের। শুভেন্দু অধিকারীর এলাকায় দিলীপ ঘোষ আসবেন তাই এসব ঝামেলা।” যদিও বিজেপি নেতা গোবিন্দ সাহু বলেন, “ভুলভাল ব্যাখ্যা করে লাভ নেই। আমাদের ভিতরের যা যা সমস্যা আমরা অভ্যন্তরীণভাবেই মিটিয়ে নেব। এর সঙ্গে এটাকে গোলালে চলবে না।”

Next Article