Purba Medinipur: ভিক্ষা চাইতে গিয়ে ‘চুরির’ চেষ্টা! হাতেনাতে ধরে পুলিশ ডাকল গ্রামবাসীরা

Tamluk: গ্রামবাসীদের বক্তব্য, এক শিশুকে সঙ্গে নিয়ে দুই মহিলা গ্রামে ভিক্ষা করতে এসেছিল। ওই গ্রামেরই বাসিন্দা দীপালি বেরার বাড়িতে গিয়ে ভিক্ষা চায় তিন জন। যখন দু'জন মহিলা গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলছিল, তখন সবার চোখের আড়ালে তৃতীয় জন বাড়ির ভিতর ঢুকে যায় বলে অভিযোগ।

Purba Medinipur: ভিক্ষা চাইতে গিয়ে চুরির চেষ্টা! হাতেনাতে ধরে পুলিশ ডাকল গ্রামবাসীরা
ভিক্ষা চাইতে গিয়ে চুরির চেষ্টার অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jul 01, 2024 | 10:08 PM

তমলুক: ভিক্ষা চাইতে গিয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিশ্চিন্তবসান গ্রামে। গ্রামবাসীদের বক্তব্য, এক শিশুকে সঙ্গে নিয়ে দুই মহিলা গ্রামে ভিক্ষা করতে এসেছিল। ওই গ্রামেরই বাসিন্দা দীপালি বেরার বাড়িতে গিয়ে ভিক্ষা চায় তিন জন। যখন দু’জন মহিলা গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলছিল, তখন সবার চোখের আড়ালে তৃতীয় জন বাড়ির ভিতর ঢুকে যায় বলে অভিযোগ। যখন তৃতীয় জন বাড়ি থেকে বেরিয়ে আসছিল, তখনই গৃহকর্ত্রী দীপালি দেবী খেয়াল করেন বিষয়টি। আর এরপরই পাড়া প্রতিবেশীদের ডেকে তাদের আটকে রেখে বাড়ি ভিতরে জিনিসপত্র সব ঠিকঠাক আছে কি না দেখতে যান।

এদিকে ততক্ষণে দুই মহিলাকে হাত পিছমোড়া করে বেঁধে ফেলেন গ্রামের অন্যান্য বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর হাত বেঁধে চলে ধমক, মারধর। সেই মারধরের জেরেই দুই মহিলা স্বীকার করে নেন গয়নার ব্যাগের কথা। এলাকাবাসীদের দাবি, এরপর সেই গয়নার ব্যাগ উদ্ধার করে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। গ্রাম থেকে খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে এবং দুই মহিলা-সহ শিশুকে নিয়ে চলে যায় থানায়।

রবিবারে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। গ্রামবাসীদের অনুমান, যাতে কারও মনে কোনও সন্দেহ না জাগে, সেই কারণেই ওই ছোট্ট শিশুকে নিয়ে বেরিয়েছিল দুই মহিলা।