Child Death: ‘ইঞ্জিকেশন দিতেই আর ফিরল না জ্ঞান’, চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা তমুলক হাসাপাতালে

Child Death: গভীর রাতে ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।

Child Death: ইঞ্জিকেশন দিতেই আর ফিরল না জ্ঞান, চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা তমুলক হাসাপাতালে
ব্যাপক উত্তেজনা হাসাপাতালে

| Edited By: জয়দীপ দাস

Apr 09, 2023 | 1:44 PM

তমলুক: চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তপ্ত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। গভীর রাতে ব্যাপক উত্তেজনা হাসপাতাল (Hospital) চত্বরে। ঘটনাস্থলে তমলুক (Tamluk) থানার পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মহিষাদল থানার রামবাগ এলাকার সাত মাসের এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তির পর মেডিকেল কলেজের চিকিৎসক শিশুটিকে অক্সিজেন দেওয়ার কথা বলে গেলেও কর্তব্যরত নার্স তা করেননি। শিশুটির পরিবারের দাবি, সঠিক সময়ে অক্সিজেন দিলে হয়তো শেষ পর্যন্ত বাঁচানো যেত শিশুটিকে। 

ওইদিন রাত ৮টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন মৃত শিশু পুত্রটির মা-সহ পরিবার-পরিজনেরা। তমলুকে থাকা আত্মীয়-স্বজনরাও ছুটে আসেন তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। শুরু হয় বিক্ষোভ। সুর চড়ান চিকিৎসক-নার্সদের বিরুদ্ধে। দোষীদের কড়া শাস্তিরও দাবি করেন। 

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে তমলুক থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যান মৃত শিশুর আত্মীয়রা। কিন্তু স্বাস্থ্যপরিসেবা সহ অন্যান্য পরিষেবা অত্যন্ত খারাপ বলে অভিযোগ করেন মৃত শিশুর পরিবার পরিজন। ঘটনায় মৃত শিশুর দিদিমা বলেন, “ডাক্তার প্রথমে দেখে বলেছিল ব্রঙ্কাইটিস হয়েছে। বলেছিল দু-তিনদিনের মধ্যে সেরে যাবে। কিন্তু, আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ডাক্তাররা ইঞ্জেকশনও দেয়। কিন্তু, তারপর ওর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। কী ইঞ্জেকশন দিয়েছিল আমরা জানি না।”