কালনা: সন্দেহের ফল হতে পারে সাংঘাতিক। সন্দেহের বশে খুব কাছের মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পিছপা হয় না অনেকে। কালনায় এক গৃহবধূকে খুনের ঘটনায় সেই সন্দেহের তত্ত্বই সামনে আসছে। খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা অস্ত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার গ্রামকালনা গ্রামে। মৃতার নাম ঠাকুরানি বাগ (৪২)। অভিযুক্ত স্বামী মদন বাগ পলাতক।
সোমবার সকালে বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে, বাড়ির একটি ঘরে রাতে শুয়েছিলেন স্বামী-স্ত্রী, পাশের ঘরে ছিল দুই মেয়ে। সোমবার সকালে মায়ের ঘুম না ভাঙায় সন্দেহ হয় মেয়ের। ডাকতে গিয়ে দেখে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন তার মা। ওই দৃশ্য দেখে চমকে ওঠে সে। সঙ্গে সঙ্গে সে তার দিদিকে ঘর থেকে ডেকে আনে। বাবাকে কোথাও দেখতে না পেয়ে তারা আরও আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই তারা প্রতিবেশীদের ডাকে। দুই মেয়ে জানিয়েছে, রাতে তারা কিছুই টের পায়নি।
এলাকার বাসিন্দারাই খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত স্বামীর। স্ত্রীকে সবসময় স্বামী সন্দেহের চোখে দেখতেন বলেও অভিযোগ। মৃতের এক আত্মীয় বলেন, সন্দেহের বশে নিজের ১৬ বছরের ছেলেকেও বাড়িতে থাকতে দিতেন না অভিযুক্ত ব্যক্তি। মৃতার দুই মেয়ে শতরূপা বাগ ও সঙ্গীতা বাগ তাদের মাকে খুনের অভিযোগ তুলছে বাবার বিরুদ্ধে।
এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে খুনের ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।