মেচেদা: ওভারব্রিজে ছাত্রীকে নিগ্রহের অভিযোগ। চিকিৎকার করেও মেলেনি সাহায্য। মেয়ের চিৎকার শুনে শেষে ছুটে এলেন মা। রেহাই পেলেন না তিনিও। চাঞ্চল্যকর ঘটনা মেচেদা স্টেশনে। প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ হাওড়া-পাঁশকুড়া লোকালে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। নামেন মেচেদা স্টেশনে। ওভারব্রিজে উঠে ধরেছিলেন বাড়ির পথ। অভিযোগ, ওভারব্রিজের মধ্যেই অচেনা এক ব্যক্তি ওই ছাত্রীর হাত ঘরে টানাটানি করতে শুরু করেন।
ছাত্রী বলছেন, তিনি লাগাতার সাহায্যের কথা বলে চিকিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এমনকী আরপিএফেরও দেখা মেলেনি। শেষে তাঁর চিকিৎকার শুনে ছুটে আসেন তাঁর মা। তাঁকে ছাড়েনি ওই ব্যক্তি। তাঁর উপরেও চড়াও হয়। তারপর পালিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। উদ্বেগের সঙ্গেই তাঁর মা বলছেন, “হঠাৎ ওই লোকটা আমার মেয়ের উপর চড়াও হয়। ওর চিকিৎকার শুনে আমি ছুটে যাই। ওকে বাঁচাতে গেলে লোকটা আমারও শারীরিক নির্যাতনের চেষ্টা করে। অনেক মহিলাতেই তো রাতে ফেরে কাজ করে। কিন্তু এত বড় স্টেশনেও যদি আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, শারীরিক নিগ্রহের মুখে পড়তে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না! সুরক্ষা কোথায়?” যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত রেলের তরফে কোনও বিবৃতি মেলেনি।