কাঁথি : তখন সবে সন্ধ্যা নেমেছে। অন্ধকারের সুযোগে নাবালিকে (Minor Girl) তুলে নিয়ে গেল একদল যুবক। জঙ্গলে তুলে নিয়ে গিয়ে চলল লাগাতার ধর্ষণ। নারকীয় নির্যাতনের ভিডিয়োও করা হল। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কাঁথি (Kanthi) পৌর এলাকায়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।
কাঁথি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের কাঁথি শহরের অদূরে পাশাপাশি কয়েকটি গ্রামে। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কাঁথি মহকুমা হাসপাতালে করা হয়েছে নাবালিকার ডাক্তারি পরীক্ষা। ঘটনার পর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দা থেকে জনপ্রতিনিধিরা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভর সন্ধ্যায় কাঁথি শহরের এক নাবালিকাকে জোরপূর্বক সাইকেলে করে তুলে নিয়ে যায় তিন যুবক। এরপর কাঁথি শহরের কাছেই একটি জঙ্গল সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। গোটা ঘটনার ভিডিয়োগ্রাফি করে তার দুই বন্ধু। কোনও মতে ওই যুবকদের হাত থেকে বেঁচে ঘরে ফেরে নাবালিকা। মাকে সব কথা খুলে জানায়। খানিক পড়েই রীতিমতো অসুস্থও হয়ে পড়ে।
এরপর নাবালিকার মা রাতেই কাঁথি থানায় এসে হাজির হয়। রাতেই কাঁথি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎই কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাসের নির্দেশে তদন্তকারী পুলিশ অফিসাররা কাঁথি শহরের বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেন। রাতেই তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু বিশ্বাস বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার কাউন্সিলার। তিনি বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক পুলিশ। আমরা পুলিশের সঙ্গে আছি। আগামীতে যাতে এলাকায় এরকম ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।” শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির কাঁথি নগর মন্ডলের সভাপতি সুশীল দাস বলেন, “রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা আবারও তা প্রমাণ করল। কাঁথি শহরের বুকে এমন ঘটনা আমাদের ভাবাচ্ছে। নৈতিক দায় নিয়ে এই সরকারের অবিলম্বে সরে যাওয়া উচিত। পুলিশ প্রশাসন যে ব্যর্থ এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।”