Mahisadal: গ্রামবাসীদের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে
Mahishadal: পূর্ব মেদিনীপুর মহিষাদলের বেতকুন্ডু অঞ্চলের পঞ্চায়েত প্রধান মধুমিতা দাস হালদার। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের নিগ্রহের অভিযোগ উঠল।
মহিষাদল: গ্রামবাসীদের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল গ্রাম প্রধানের দিকে। এর জেরে সামনে এল তৃণমূলের আদি এবং নব্য গোষ্ঠী কোন্দলের ঘটনা। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
পূর্ব মেদিনীপুর মহিষাদলের বেতকুন্ডু অঞ্চলের পঞ্চায়েত প্রধান মধুমিতা দাস হালদার। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, গ্রামের অনুষ্ঠানের জন্য দুই গ্রামবাসী আবেদনপত্র নিয়ে পৌঁছেছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে। আবেদনপত্র না দেখেই পঞ্চায়েত প্রধান সেই পত্রটি ছিঁড়ে দেন। এখানেই শেষ নয়। অভিযোগ, প্রধান ওই দুই গ্রামবাসীকে ঝাঁটাপেটাও করেন।
যদিও, অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান মধুমিতা দাস হালদার। তিনি বলেন যে, তিনি স্নান করছিলেন। সেই সময় ওই দুই যুবক গিয়ে ভিডিয়ো করেন। সেই কারণেই এই প্রহার। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ওই দুই যুবক। তাঁরা বলেন, এই কথা সম্পূর্ণ মিথ্যা। ভিডিয়োতেই রয়েছে গ্রাম প্রধানের বস্ত্র সম্পূর্ণ শুকনো। অর্থাৎ তিনি মিথ্যা অভিযোগ করছেন। এছাড়াও তৃণমূলের যুব এবং মাদার সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আসে ওই দুই যুবকের কথায়। আমাদের কাগজপত্র ছিঁড়েও দিয়েছে।” এলাকার তৃণমূল নেতা বলেন, “প্রধানের কাছ থেকে শুনেছি। তবে যাই হোক প্রধানের আচরণ আমাদের ভাল লাগেনি। তার জন্য আমরা তিরস্কারও করেছি।”
সমগ্র ঘটনা থানা পর্যন্ত গড়ায়। অভিযোগ দায়ের করেন বলে জানা যাচ্ছে প্রধানের পক্ষে। পুরো ঘটনাটিকে কটাক্ষ করেছে বিজেপি।