নন্দীগ্রাম: ভর সন্ধ্যায় তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ নন্দীগ্রামে। নিখোঁজ তৃণমূল নেতা সহ আরও একজন। এলাকায় যাচ্ছে ব্লক নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূল নেতাকে মারধর ও গাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আক্রান্ত তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখহরি ঘড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে নিখোঁজ রাখহরি। তৃণমূল নেতার মহম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে বলে জানা গিয়েছে।
দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মহম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের উপর অতর্কিতে ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দিকেই আঙুল তুলছে তৃণমূল। পুলিশর প্রাথমিক অনুমান, মারধর ও ভাঙচুর হওয়ার পর কোনও ক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। রাত পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক।
তৃণমূল নেতা রাখহরি ঘড়ার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের ৩৫ নম্বর বুথে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। গাড়ির আশপাশে কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।