Kanthi Audio Clip: ‘খোকনকে শেষ করে দিতে হবে’, কাঁথিতে বিস্ফোরক অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্ক তুঙ্গে
Kanthi Audio Clip: যদিও ওই অডিয়োর সত্যতা স্বীকার করেননি দিলীপ চৌহান। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।

কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান বরাবরই অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছেন দিলীপবাবু। অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথনে। যেখানে বিস্ফোরক কথা বলতে শোনা যাচ্ছে।
শাসকদলের কাদের টিকিট দেওয়া হবে না, সেটা বলে দিচ্ছেন দিলীপ চৌহান। সেই তালিকায় রয়েছেন মৎস্য মন্ত্রীর পুত্র সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল। পরবর্তী কথোপকথনে, পুরসভার কর্মী ও পুর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে শেষ করে দেওয়ার কথা বলছেন তিনি।
কে এই খোকন চক্রবর্তী?
গত চার দশক ধরে এই পুরসভায় রীতিমতো দাপট দেখিয়েছে অধিকারী পরিবার। পর্যায়ক্রমে পুরসভার চেয়ারম্যান হয়েছেন শিশির, শুভেন্দু, সৌমেন্দু অধিকারী। এবারে সেই অধিকারী পরিবারের কোনও সদস্য টিকিট পাননি। কাঁথি কার দখলে থাকে, তা নজরে ছিল রাজ্য রাজনীতির কারবারিদের। ফল প্রকাশ হতেই দেখা যায়, কাঁথি আস্থা রেখেছে ঘাসফুলেই। আর এই এলাকায় শাসকদলের হয়ে যে কর্মীরা কাজ করছেন, তাঁদের মধ্যে রয়েছেন এই খোকন। তাঁর স্ত্রী তনুশ্রী চক্রবর্তীও এবার ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন। একসময় তিনিও ছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। কিন্তু শুভেন্দুর সঙ্গে দলবদল করেননি তিনি। বদলে তৃণমূলের জন্য পুরোদমে কাজ করছেন তিনি।
কে এই দিলীপ চৌহান?
পুরসভার একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের। কাঁথি পুরসভায় এলইডি লাইট বসানো নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। মামলায় তদন্তের স্বার্থে তদন্ত কমিটি বসেছিল পুরসভায়। যদিও সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। তারই মাঝে এই ভাইরাল অডিয়ো ক্লিপকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে কাঁথিতে ৷
কী বলছেন দিলীপ চৌহান?
কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটা বিশাল চক্রান্ত করা হয়েছে। ওই অডিয়ো ক্লিপটা আমার কি না তা আগে যাচাই হোক, তার পর কথা। আমি সমগ্র বিষয়ে আগে কাঁথির পুরপ্রধানকে জানাবো এবং আইনি ব্যবস্থা নেব। অডিয়ো ক্লিপ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাজারে ছড়ানো হয়েছে আমাকে বদনাম করার জন্য। এর আগেও তদন্তের নামে আমাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়েছে। পরিবারের সদস্যদের হেনস্থা করেছে পুলিশ পাঠিয়ে। তাঁর দাবি, যদিও এই অডিয়ো সত্য হয় তাহলে পুলিশ, নেতা, মন্ত্রী, সরকারের উচিৎ ব্যবস্থা নেওয়া।
আরও পড়ুন : Rajasthan Rape Attempt: স্নান করছিলেন মহিলা, সেই সময়ই ঢুকে পরলেন এক ব্যক্তি, তারপরই ঘটল মারাত্মক ঘটনা…
