Awas: আবাসের বাড়ি না পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন, তারপর যা হল…

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2024 | 12:40 PM

Awas: পাঁশকুড়া ব্লকের ২৫৬৭ জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার। টাকা ঢোকা শুরু হয়েছে। এদিন পাঁশকুড়া করে ব্লকের হাউর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ছন্দা জানা মণ্ডলের ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী।

Awas: আবাসের বাড়ি না পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন, তারপর যা হল...
মুখ্যমন্ত্রীকে ফোন করে পেলেন আবাসের বাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  দীর্ঘদিন দুয়ারে দুয়ারে ঘুরেছেন। নীচু থেকে ওপর-সব তলার নেতাদের কাছে আবেদনও জানিয়েছেন। নীচু তলার কর্মী ও প্রশাসনের কাছে বঞ্চিত হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন। আবাস বাড়ি পেলেন পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের ভাসুর-সহ একাধিক পঞ্চায়েতের সদস্য ও তার পরিবার।

পাঁশকুড়া ব্লকের ২৫৬৭ জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার। টাকা ঢোকা শুরু হয়েছে। এদিন পাঁশকুড়া করে ব্লকের হাউর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ছন্দা জানা মণ্ডলের ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী। তিনি বলেন, “এর আগেও আবাস যোজনার নাম উঠেছে। তবে বিজেপি করার জন্য বারবার নাম কেটে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছি ও পেয়েছি। মুখ্যমন্ত্রী সবার তাই বাড়ি চাইতে কোনও অসুবিধা হয়নি।”

বিজেপি নেতা আরও বলেন,  “প্রশাসন যেহেতু তৃণমূলের, তাই তারা নিজেদের হাইলাইট করার জন্য এসব করছে। বিজেপি নেতৃত্ব যারা বাড়ি পেয়েছে তাদের তথ্য প্রকাশ্যে আনছে।” অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিৎ রায় বলেন, “সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বিজেপি নেতৃত্বরা বাড়ি নিচ্ছেন অথচ, যাঁদের ভোটে তাঁরা জিতেছেন, তাঁদের কিন্তু এই তথ্য দেননি যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ি পাওয়া যায়।” এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ১২ জনের বেশি বিজেপি নেতা কর্মীরা মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস বাড়ি পেয়েছেন এই ধাপে।

Next Article