পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসার অভিযোগ আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তার মধ্যে ভগবানপুর থানার ওসি-কে গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল। ভগবানপুর নতুন রাস্তার মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের বক্তব্য, ভোটের পর তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিনা কারণে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে পুলিশ। তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ভগবানপুর থানা এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত একটি ধর্ষণের অভিযোগ নিয়ে। ভগবানপুরের মহম্মদপুর এলাকায় একটি পরিবারের মধ্যে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই পরিবার এলাকায় বিজেপি সমর্থক বলেই পরিচিত। অভিযোগ ওঠে, ওই বাড়ির এক নাবালক তার ৬ বছরের খুড়তুতো বোনকে ধর্ষণ করেছে। যেহেতু পারিবারিক বিষয়, গ্রামে সালিশি সভা বসিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয় না।
আর এরই প্রতিবাদে স্থানীয় মহম্মদপুর পঞ্চায়েত সদস্য ভগবানপুর থানায় গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হন। তাঁকে পুলিশের তরফ থেকে প্রথম বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারপর তিনি আবার থানায় যেতেই পুলিশ তাঁকে মারধর করে বলে অভিযোগ।
তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃৃণমূল কর্মী সমর্থকরা। পরে অভিযোগ দায়ের ও অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তৃণমূল নেতাকে মারধরের প্রতিবাদে ভগবানপুর থানার ওসিকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।