Bhagabanpur: প্রাইমারি স্কুল শিক্ষকের দুয়ারে হঠাৎ কড়া, পড়শিরা আসল পরিচয় জেনে থ্

Bhagabanpur: শনিবার রাতে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের নেতৃত্বে বিশাল বাহিনী তল্লাশি চালায়। পেশায় শিক্ষক ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্রের বাড়িতে চলে তল্লাশি। তরুণ পাত্রের বাড়ি ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধাপুরে।

Bhagabanpur: প্রাইমারি স্কুল শিক্ষকের দুয়ারে হঠাৎ কড়া, পড়শিরা আসল পরিচয় জেনে থ্
গ্রেফতার বিজেপি নেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 18, 2025 | 7:22 PM

পূর্ব মেদিনীপুর: পেশায় তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, তারওপর আবার এলাকায় বিজেপি নেতা হিসাবেও পরিচিত। তাঁর বাড়িতেই হঠাৎ হাজির পুলিশ। পড়শিরা প্রথমে বুঝতেই পারেননি। পরে সবটা জানতেই তাজ্জব। শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ধৃতের নাম তরুণ পাত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য  পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের নেতৃত্বে বিশাল বাহিনী তল্লাশি চালায়। পেশায় শিক্ষক ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্রের বাড়িতে চলে তল্লাশি। তরুণ পাত্রের বাড়ি ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধাপুরে। তরুণকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর প্রবোধ মহাপাত্র ওরফে টিকাই নামের আরেক বিজেপি নেতাও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, প্রবোধই তরুণকে অস্ত্র সরবরাহ করেছিল।

দুই বিজেপি নেতাকে কাঁথি আদালতে পেশ করা হয়। আর এই খবর ছড়িয়ে পড়তে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। অপরদিকে ধৃতদের কাঁথি মহকুমা আদালতে হাজির করে পুলিশ দু’দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। কেন তাঁরা বাড়িতে অস্ত্র মজুত করেছিল, তাঁদের কী অপরাধ সংগঠিত করার প্ল্যান ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও এই নিয়ে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।