Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhola Fish: ৫ লক্ষ টাকায় বিক্রি হল ইয়া বড় ভোলা মাছ

Bhola Fish: পাঁচ লক্ষ টাকা মূল্যের ভোলা ভেটকি নিলাম হল দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। রবিবার বাবা সাহেব পাঁচ নম্বর ট্রলারটিতে ধরা পড়ে ওই মাছটি। এ দিকে, এত বড় ভোলা মাছ দেখতে রীতমতো ভিড় জমে যায় এলাকায়।

Bhola Fish: ৫ লক্ষ টাকায় বিক্রি হল ইয়া বড় ভোলা মাছ
এই মাছটি উদ্ধার হয়েছেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:52 PM

দিঘা: ১৭ টি ট্রলার এক সঙ্গে রওনা দিয়েছিল গভীর সমুদ্রে। মাছ ধরাই প্রাথমিক উদ্দেশ্য ছিল। কিন্তু ভাগ্য যে এভাবে খুলবে ওঁরাও কি ভেবেছিলেন? জাল টেনে যখন ট্রলারে তুললেন তখন কালঘাম ঝরার অপেক্ষা ছিল মৎস্যজীবীদের। পরে যা দেখলেন তাতে খুশি চেপে রাখতে পারলেন না। জালে ধরা পড়ল প্রায় ৩০ কিলো ওজনের তেলিয়া ভোলা। যা বিক্রি হল ১৮ হাজার ৫০০ টাকা কিলো দরে।

পাঁচ লক্ষ টাকা মূল্যের ভোলা ভেটকি নিলাম হল দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। রবিবার বাবা সাহেব পাঁচ নম্বর ট্রলারটিতে ধরা পড়ে ওই মাছটি। এ দিকে, এত বড় ভোলা মাছ দেখতে রীতমতো ভিড় জমে যায় এলাকায়। জানা গিয়েছে, অনেক দরদামের পর প্রায় ৩০ কেজি ওজনের মাছটি ১৮ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়।

আর প্রেমানন্দ বর্মণ নামে এক ব্যবসায়ী মাছটিকে কেনেন। জানা গিয়েছে, বড় সাইজের মাছটি কিনতে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ করেছেন তিনি। এ দিকে, জালে মাছ পড়া নিয়ে খুশির শেষ নেই মৎস্যজীবীদের মধ্যে।

তাঁরা জানিয়েছেন, এই জাতের মাছের পটকা ওষুধ এবং ক্যাপসুলের খোল বানাতে ব্যবহৃত হয়। এর চাহিদা বিদেশের বাজারে প্রচুর। কিন্তু এত বড় আকৃতির ভোলা মাছ সবসময় ওঠে না জালে। তাঁরা জানাচ্ছেন যে চলতি মরশুমে এই প্রথম এত বড় তেলিয়া ভোলা দিঘাতে বিক্রি হল বলে জানিয়েছেন বিক্রেতারা।

জানা গিয়েছে, মোট ১৭টি ট্রলার পাড়ি দিয়েছিল। তার মধ্যে অনেক ট্রলারই কোনও মাছ পায়নি। তবে রবিবার তাঁদের সাফল্য এই তেলিয়া ভোলার শিকার। দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন,”বছরে এমন দু’একটা মাছ জালে ধরা পড়ে বটে। তবে চলতি মরশুমে এটি প্রথম। এই ধরনের মাছ গভীর সমুদ্রে থাকে। যার জালে জড়ায় তারই কপাল খুলে যায়।”