Bhupatinagar Case: ভূপতিনগরকাণ্ডে এবার পাল্টা দায়ের হল শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সি NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল Bhupatinagar: ভূপতিনগর থানায়। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। ভূপতিনগর নিয়ে আরও গাঢ় হল কেন্দ্র রাজ্য সংঘাত। শনিবারই NIA-এর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bhupatinagar Case: ভূপতিনগরকাণ্ডে এবার পাল্টা দায়ের হল শ্লীলতাহানির অভিযোগ
ভাইরাল ভিডিয়ো থেকে পাওয়া ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2024 | 2:01 PM

পূর্ব মেদিনীপুর: ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এবার দায়ের হল শ্লীতলহানির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সি NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল ভূপতিনগর থানায়। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। ভূপতিনগর নিয়ে আরও গাঢ় হল কেন্দ্র রাজ্য সংঘাত। শনিবারই NIA-এর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেমতাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি। হামলাটা করেছে এনআইএ। গদ্দারটা জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে… কোথায় একটা চকোলেট বোম ফেটেছে ২০২২ সালে, আর মধ্যরাতে গিয়ে যদি কোনও মহিলার বাড়িতে ঢুকে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তাহলে তাঁরা কী করবে? শাখা পলা পরে বসে থাকবে, নাকি মাথায় ঘোমটা টেঙে বসে থাকবে।” তিনি আরও বলেন, “তুমি লোকের বাড়িতে ঢুকে যাবে রাতে, তৃণমূলের সব বুথ সভাপতিকে গ্রেফতার করতে হবে, তৃণমূল এমএলএ-কে গ্রেফতার করতে হবে।”

ভূপতিনগরে  এনআইএ তৃণমূল নেতার স্ত্রী অভিযোগ করেন, “ওরা এসে দরজায় ধাক্কা দিচ্ছে। বলছে খোলো। তোমার স্বামী কই? আমি বললাম উনি ঘরে নেই। গাড়ি করে চলে গিয়েছে। তারপরও দুজন মহিলা দরজায় ডান্ডা মারছে। তারপরও দুজন মহিলা জোর করে ঢুকে কাপড় ছিড়ে ঘরের তালা ছিনিয়ে নিল। আমায় মারল। এরপর গোটা বাড়ি তল্লাশি করছে।”

তারপরই মহিলার তরফ থেকে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ক্যামেরার সামনে এ ধরনের কোনও অভিযোগ আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এ কথা বললেন, তখন শ্লীলতাহানির কেস দেওয়া হল। এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।” ভূপতিনগরের ইস্যুতে আরও জোরাল হল রাজ্য-কেন্দ্র সংঘাত।