Bhupatinagar: মদ্যপানের পর জলে পড়ে মৃত্যু, মদ-জুয়ার ঠেকে ভাঙচুর গ্রামবাসীর

Bhupatinagar: গত ১৯ তারিখ রাতে ওই জায়গায় মুক্তিপদ বারিক নামে একজন ব্যক্তি মদ খেতে যায় । পরে সারারাত নিখোঁজ থাকেন তিনি। পরের দিন সকালে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়।

Bhupatinagar:  মদ্যপানের পর জলে পড়ে মৃত্যু, মদ-জুয়ার ঠেকে ভাঙচুর গ্রামবাসীর
মদের ঠেকে ভাঙচুরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 21, 2024 | 5:28 PM

পূর্ব মেদিনীপুর: তৃণমূল নেতার মদতে অবৈধভাবে গড়ে উঠেছে মদ ও জুয়ার আসর। মদ খেয়ে জলে পড়ে মৃত্যু ব্যক্তির। অভিযোগ ঘিরে উত্তেজনা ভূপতিনগরে। এলাকায় পুলিশ। ভগবানপুর ২ব্লকের ভূপতিনগরের বাসুদেববেড়িয়া এলাকায় গ্রামে অবৈধ মদ এবং জুয়ার ঠেকে ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা অবৈধ ঠেকে ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে ওই জায়গায় মুক্তিপদ বারিক নামে একজন ব্যক্তি মদ খেতে যায় । পরে সারারাত নিখোঁজ থাকেন তিনি। পরের দিন সকালে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। এলাকার বাসিন্দা মুক্তিপদ বারিকের মৃতদেহ দেখে ক্ষেপে ওঠেন।

বেআইনি মদের ঠেক ও জুয়ার আসরের উপরে ক্ষোভ আছড়ে পড়ে। ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না-সহ তার দলবলের নেতৃত্বে এই অবৈধ ব্যবসা দিনের পর দিন চলতো বলে অভিযোগ এলাকাবাসীর। ওই ব্যবসায়ীর নাম সোনা বারিক। এই ব্যবসায়ীর দোকান ভাঙতে গেলে অম্বিকেশ বাহিনী বাধা দেয়, তারপরই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। তারা পিছু হটতে হাঁটতে বাধ্য হন। পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।