
দিঘা: সাগরপাড়ে অবৈধভাবে নির্মাণ হচ্ছে, আর তার ভাগ পাচ্ছেন বিধায়ক। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তাঁর দাবি, দিঘায় হোটেল ও অবৈধ নির্মাণ থেকে ‘মাসোহারা’ পান বিধায়ক অখিল গিরি। কিন্তু শঙ্কুর অভিযোগ উড়িয়ে অখিলের পাল্টা দাবি, চিটফান্ড-কাণ্ডে যুক্ত ছিলেন খোদ শঙ্কুই। প্রমাণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
দিঘার সৈকত ঘেঁষে রয়েছে প্রচুর হোটেল। আগেও সেগুলি নিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এবার সাংবাদিক বৈঠকে শঙ্কুদেব পণ্ডা বলেন, “সৈকত নগরী এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে। নিয়ম করেই টাকার ভাগ পাচ্ছেন বিধায়ক।” তিনি আরও বলেন, “মাসোহারা দিয়ে হোটেল চলে, অবৈধ নির্মাণ হয়। এই ধরনের উন্নয়ন বিরোধী চক্রান্ত নিয়ে আমরা লড়াই চালাব।” তাজপুর শঙ্করপুরে কোনও উন্নয়ন হয়নি বলেও দাবি করেছেন শঙ্কুদেব।
যদিও এই অভিযোগের ভিত্তিতে পাল্টা বিজেপি মুখপাত্র শঙ্কুদেবকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, “আমি কোনওভাবে সৈকত লাগোয়া কোনও অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত নই। এটা অন্যায়ভাবে অপপ্রচার করছে। একটা হোটেলের নাম বলতে পারবে, যাদের বেআইনি কাজকর্মের সঙ্গে আমি যুক্ত আছি? আমরা কোনও বেআইনি কাজকে প্রশ্রয় দিই না, দেবও না। দিঘায় যা নতুন হোটেল হচ্ছে, তা রাজ্য সরকারের দেওয়া জায়গায় তৈরি হচ্ছে। এটা কোনও যুক্তিসঙ্গত কথা নয়।”